বাংলার খবর
স্কুল প্রাঙ্গনেই নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর এক প্রাথমিক স্কুলে ক্লাসের মধ্যেই একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে। এবার জলপাইগুড়ির স্কুল প্রাঙ্গণেই এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে ওঠে ময়নাগুড়ি ব্লকের পশ্চিম বারোঘরিয়া এলাকা। সঙ্গে সঙ্গেই নির্যাতনের শিকার হওয়া নাবালিকাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালের মাদার অ্যাণ্ড চাইল্ড হাবে স্থানান্তরিত করা হয় তাকে।
ঘটনার পরই এলাকার বাসিন্দারা ধরে ফেলেন অভিযুক্ত যুবককে। বেদম প্রহার করে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষ। নিগৃহীতার শারিরীক অবস্থা খারাপ থাকায় স্থানীয়দের সহযোগিতায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান স্কুলের শিক্ষকরা। ওই ছাত্রীকে বহিরাগত এক যুবক শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ।
পঞ্চম শ্রেণির ছাত্রীটির চিৎকার শুনে প্রথমে স্থানীয় এক মহিলা ছুটে আসেন। তাঁকে দেখেই অভিযুক্ত ওই যুবক গা ঢাকা দেয়। এরপর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ওই যুবকের খোঁজ শুরু করে। কিছুক্ষণ পরই স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক। তারপরই চলে বেধড়ক মারধর। তারাই খবর দেয় পুলিশে। ময়নাগুড়ি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে আটক করে অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম তফাই হোসেন। শুক্রবার রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।