ভাইরাল খবর
প্রতিবেশীর বাড়িতে AC চলাতে, অধিক বিল গুনতে হচ্ছে আপনাকে ?
প্রত্যেক বাড়িতেই অত্যাধুনিক মিটার থাকায় সেই বাড়িতে চলা বিভিন্ন বিদ্যুৎ সরঞ্জাম গুলি থেকে কাঙ্ক্ষিত বিল হতে দেখা যায়।

ডিজিটাল ডেস্ক : গরমে হাঁসফাঁস করছেন! আর পাশের বাড়িতে চলছে AC । আপনি কি জানেন ? যে আপনার বিদ্যুৎ বিলের এত বারবারান্তির কারণ পাশের বাড়ির এয়ার কন্ডিশন। এমন বহু বাড়ি আছে, যে বাড়ি গুলিতে এসি লাগানো হয়েছে ঠিকই তবে নেওয়া হয়নি বিদ্যুৎ দপ্তরের অনুমতি। সম্প্রতি এমনই একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তথ্য জানা যাচ্ছে যদি কোন বাড়িতে এসি চলে আর সেই বাড়ির এসি দপ্তরের বিনা অনুমতিতেই চালানো হয় তাহলে ওই বাড়ির আশেপাশে বাড়ি গুলির বিদ্যুৎ বিল কিছুটা বেড়ে যায় ।
একাংশের দাবি এটি একটি ভুয়া তথ্য, তবে অনেকেই আবার এই তথ্যকে গুরুত্ব দিচ্ছে। আপনিও যদি বাড়িতে এসি লাগাতে চান তাহলে মনে রাখবেন অবশ্যই বিদ্যুৎ দপ্তরের অনুমতি নিতে হবে। নতুন এসি নিতে হলে অবশ্যই পাঁচ তারা অর্থাৎ ফাইভ স্টার থাকে এমন এসি নিন যাতে করে আপনার বাড়ির বিদ্যুৎ বিল কিছুটা সাশ্রয় হয়। তবে বাড়িতে এয়ারকন্ডিশন লাগানোর আগে অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রী দ্বারা পরামর্শ নেবেন বর্তমান বাজারে স্যামসাং, ভোল্টাস, এলজি, এর মত বহু নামিদামি কোম্পানি উপলব্ধ রয়েছে। সব কোম্পানির ঐ 2 Star থেকে ফাইভ স্টার পর্যন্ত air condition রয়েছে তবে ফাইভ স্টার এসি নিলে আপনি যে লাভবান হবেন এটা বলা বাকি রাখে না।
আরও পড়ুন – আপনার সদ্যোজাত শিশু, কান্নার মাধ্যমে আপনাকে কি বলতে চায় ? জানিয়ে দেবে এই অ্যাপ
বর্তমানে প্রতিবেশীর বাড়িতে এসি চলাতে অধিক বিল আসছে, ঘটনাটি মূলত গুজব বলেই চিহ্নিত করছেন অনেকে । কারণ হিসেবে প্রত্যেক বাড়িতেই অত্যাধুনিক মিটার থাকায় সেই বাড়িতে চলা বিভিন্ন বিদ্যুৎ সরঞ্জাম গুলি থেকে কাঙ্ক্ষিত বিল হতে দেখা যায়। তাই পাশের বাড়ির এসি চালাতে আপনার বাড়িতে বিল বাড়বে এটা হলো তো ভুয়া তথ্য ।