ভাইরাল খবর
আপনার সদ্যোজাত শিশু, কান্নার মাধ্যমে আপনাকে কি বলতে চায় ? জানিয়ে দেবে এই অ্যাপ
২০২২ সালে রীতিমতো বিশ্বকে অবাক করে এসেছে Chat GPT Ai এই এ আই দিয়ে সম্ভব হয়েছে বহু অজানা তথ্যের খোঁজ, তাও আবার এক নিমিষেই।

বেঙ্গল এক্সপ্রেস – এবার থেকে আপনার সদ্যজাত বাচ্চার কান্না শুনে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কি চাইছে ? অবাক হচ্ছেন আদতে এমনই একটি মোবাইলের অ্যাপ বর্তমানে বাজারে এসেছে যা আপনার ফোনে ইন্সটল করার পরেই আপনি সেই অ্যাপ ব্যবহার করে আপনার সদ্যোজাত বাচ্চার কান্না থেকে বুঝতে পারবেন যে আপনার বাচ্চা এই মুহূর্তে কি চাইছে।
ChatterBaby এই অ্যাপটি লঞ্চ করেছে যেখানে দিব্যি দেখা যাচ্ছে যে একটি শিশু কান্না করছে এবং সেই অ্যাপে কান্নাটি প্রথমে রেকর্ড হচ্ছে এবং তারপর একটি উত্তর দিচ্ছে, যে এই মুহূর্তে শিশুটি এই বিষয়ের জন্য কাঁদছে। এইরকম অ্যাপ বাজারে আশায় মত ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সদ্য মা-বাবারা তো রীতিমতোই অবাক। অনেকে বলছেন এই অ্যাপে রয়েছে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI প্রযুক্তি ।
আরও পড়ুন – দূষিত দেশের তালিকায় জানেন ভারত কত নম্বরে ? রইল বিস্তারিত
২০২২ সালে রীতিমতো বিশ্বকে অবাক করে এসেছে Chat GPT Ai এই এ আই দিয়ে সম্ভব হয়েছে বহু অজানা তথ্যের খোঁজ, তাও আবার এক নিমিষেই। এই অ্যাপটি এই মুহূর্তে গুগল প্লে স্টোরে বা অ্যাপেল অ্যাপ স্টোরে উপলব্ধ , সংস্থার তরফে বেটা ভার্সনে এই অ্যাপটি পরিচালনা করা হচ্ছে। তবে আগামী অল্পদিনের মধ্যেই এই প্রযুক্তি সংস্থা অ্যাপ টিকে বাজারে আনবে বলে জানা যাচ্ছে। বেটা ভার্সনে এই অ্যাপটি ৮০ থেকে ৯০ শতাংশ সঠিক তথ্য দিচ্ছে।