রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ হুগলিতে
Connect with us

বাংলার খবর

রামমোহন রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ হুগলিতে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রামমোহন রায়ের ২৫০ বছরকে সামনে রেখে এবার ফিজিওথেরাপির সাথে ই সি জির সুবিধা হুগলিতে।

প্রতিষ্ঠানের সদস্যরা বাড়তি মনোবল নিয়ে ফিজিওথেরাপির সাথে ই সি জির সুবিধা দিয়ে চলেছেন। সুষমা চক্রবর্তী ভবনে প্রতি বৃহস্পতিবার আর রবিবার দূরদূরান্তের রোগীরা বিনামূল্যে চিকিৎসা নিতে ছুটে আসছে। একই ছাদের নীচে লালবাগান দূর্গাচরন রক্ষিত রোডে চিকিৎসা পরিষেবা দিতে হিমসিম খেতে হচ্ছে প্রতিষ্ঠানের স্বেচ্ছা শ্রমদানকারী সদস্যদের। তার সাথে হুগলী মহসীন কলেজের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে রোগীর চিকিৎসা ব্যবস্হায় সাহায্য করার প্রেরণা দিয়ে চলেছে। চন্দননগর লালবাগান এর বাসিন্দা সুষমা চক্রবর্তীর দান করা জমিতেই চিকিৎসা পরিষেবা দিতে স্বেচ্ছাসেবী সংগঠন রাজা রামমোহন রায় সেবা প্রতিষ্ঠান বিশেষভাবে কাজ করে যাচ্ছে।

পঞ্চাশ বছর আগে সুষমা দেবী ভাবতেই পারেননি যে তাঁর দান করা জমিতেই চন্দননগর সহ পাশাপাশি শহরের মানুষরা এরকম চিকিৎসা পরিষেবা পাবে। সুষমা দেবী প্রতিষ্ঠানের কর্মকান্ড দেখে নিশ্চয়ই ভাবছেন ঠিক জায়গায় এই দান জনমানসে কাজ করে চলেছে। রামমোহন রায়ের জন্মের ২৫০ বছরে এমন কর্মকান্ডের সাথে যুক্ত থেকে সদস্যরা বেশ গর্বিত। অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের পীড়িত মানুষদের কাছে আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসা এবং ঔষধ পৌঁছে দেবার লক্ষ্যে ১৯৭৩ সালে গড়ে তোলা হয় চন্দননগর রাজা রামমোহন রায় সেবা প্রতিষ্ঠান। সমাজসেবী রেণুকা বেতাইয়ের উদ্যোগে রামমোহনের নামে এই চিকিৎসা কেন্দ্রটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে দূর্বল কেবলমাত্র তাদেরকেই এই সেবা দিয়ে চলেছে।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.