বাংলার খবর
ডায়মন্ড হারবার মডেলের পর এবার অভিষেকের ‘নিঃশব্দ বিপ্লব’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডায়মন্ড হারবার মডেলের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘নিঃশব্দ বিপ্লব’। ডায়মন্ড হারবারের সাংসদের এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। এই ‘নিঃশব্দে বিপ্লব’ কর্মসূচির মধ্য দিয়েই সংসদ হিসেবে নিজের ৮ বছরের কাজের খতিয়ান তুলে ধরবেন অভিষেক। তাঁর সেই কাজের খতিয়ান বই হিসেবে প্রকাশিত হবে। গত আট বছরে তিনি ডায়মন্ড হারবারে জন্য কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, সেই সমস্ত কিছুই লিপিবদ্ধ করা থাকবে এই বইয়ের। শনিবার ডায়মন্ড হারবারের পৈলান যুব সংঘের মাঠে অনুষ্ঠিত হবে এই নিঃশব্দ বিপ্লব কর্মসূচি।
দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই আট বছরে যা কিছু উন্নয়নমূলক কাজ করেছেন, সেই সমস্ত কিছুর পাশাপাশি করোনা মহামারী এবং লকডাউনের সময় তিনি যে একাধিক জনসেবামূলক কর্মসূচি নিয়েছিলেন, তা গোটা ভারতবর্ষে বিরল। তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই গোটা ডায়মন্ড হারবারের চিত্রটাই বদলে গিয়েছে। এবং এই সমস্ত কাজ তিনি করে গিয়েছেন নিঃশব্দে। সেই কারণেই এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে নিঃশব্দ বিপ্লব।
আগামী বছরই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। তার পরের বছর অর্থাৎ ২০২৪ সালে রয়েছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনেকে ইতিমধ্যেই পাখির চোখ করেছে তৃণমূল। ইতিমধ্যেই গোটা দেশের অন্যতম বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের পর এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের কাছে এই পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে নিশ্চিহ্ন করার একটা ট্রায়াল বলা যেতেই পারে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিঃশব্দ বিপ্লব কর্মসূচি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।