শপিং থেকে শুরু করে সুইমিং! মাঝ আকাশেই মিলবে এসবের সুবিধা
Connect with us

ভাইরাল খবর

শপিং থেকে শুরু করে সুইমিং! মাঝ আকাশেই মিলবে এসবের সুবিধা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিমান আকাশে উঠতে আমরা সকলেই দেখেছি। কিন্তু কখনও হোটেল, সুইমিং পুলি বা শপিংয়ের সুবিধা পেয়েছেন তিনি মাঝ আকাশে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যার ঝলক দেখে রীতিমত মাথায় হাত নেটাগরিকদের।

ভাইরাল হওয়া এই ভিডিতে দেখা গিয়েছে, এই বিমানের মধ্যেই রয়েছে শপিং, সুইমিং পুল, রেস্তোরাঁ, জিম, থিয়েটারের সুবিধা। এরই ঝলক দেখা গেছে একটি ভিডিওতে। হাসেম আল-গাইলি নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও প্রকাশ করে মানুষকে অবাক করেছে সকলে। এই বিমানে রয়েছে ৫ হাজার যাত্রীর বসার ব্যবস্থা। পাশাপাশি থাকবে বিলাসবহুল থাকার সুযোগ।

উল্লেখ্য, এই ভিডিওটিতে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত স্কাই ক্রুজে রয়েছে ২০টি ইঞ্জিন। সমস্ত ইঞ্জিন পারমাণবিক ফিউশনের সাহায্যে পরিচালিত হবে। প্লেনটি অবশ্যই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি কখনই অবতরণ না করে। সাধারণ বিমান সংস্থাগুলির বিমানগুলি এই ফ্লাইং হোটেলে যাত্রীদের নিয়ে আসবে। এই বিমানের রক্ষণাবেক্ষণের কাজও করা হবে আকাশে। ইউটিউবার দাবি করেছে যে পারমাণবিক শক্তি চালিত এই ‘স্কাই ক্রুজ’ ভবিষ্যত হতে পারে।

Advertisement

অন্যদিকে, ‘ডেইলি স্টার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পটি বেশ বড় এবং অনন্য হলেও পারমাণবিক শক্তিতে চলার কারণে বিধ্বস্ত হলে ধ্বংসযজ্ঞ হতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে পুরো শহর। একই সময়ে, কেউ কেউ বলেছিলেন যে যখনই এই জাতীয় কিছু তৈরি হবে, তখন এটিতে ভ্রমণ করা খুব ব্যয়বহুল হবে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.