ভাইরাল খবর
বিমান থেকে পাইলট নামাতে পুলিশ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিমানবন্দরে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। যেখানে বিমানে প্রয়োজন পরে পাইলটের, সেখানে বিমান থেকেই নাকি নামিয়ে দেওয়া হল চালককে। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ম্যানচেস্টারের বিমানবন্দরে।
উল্লেখ্য, ফ্লাইটটি ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে স্পেনের টেনেরিফ দ্বীপে যাচ্ছিল, বিমানবন্দরে কর্মী স্বল্পতার কারণে একটি ফ্লাইট তিন ঘণ্টা রানওয়েতে পড়ে থাকে। এতে আটকা পড়েন যাত্রীরা। এরপর ফ্লাইটের পাইলটকে যাত্রীদের সরিয়ে নিতে পুলিশকে ফোন করতে হয়। প্রায় ৩ ঘণ্টা ফ্লাইট আটকে থাকার পর যাত্রীরা চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অনেকের উদ্বেগও বেড়ে যায়।
এরপর বিমানটি খালি করতে পাইলটকে পুলিশের সহায়তা নিতে হয়। পরে যাত্রীরা বিমান সংস্থার বিরুদ্ধে যাত্রীরা অভিযোগ তোলেন। তবে এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের স্বল্পতা ও অপারেশনাল কারণে ভ্রমণ বিলম্বিত হয়েছে। বিমান সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করা হয়েছিল এবং একই সাথে প্রত্যেককে পরের দিনের জন্য নতুন করে টিকিট ও ভ্রমণের সুবিধা দেওয়া হয়।