বাংলার খবর
অন্য মহিলার সঙ্গে পলাতক স্বামী! থানার দ্বারস্থ স্ত্রী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগেই হাওড়ার বালির দুই গৃহবধুকে নিয়ে রাজমিস্ত্রীদের পালানোর ঘটনা খবরের শিরোনামে এসেছিল।এবার বালির পাশেই হুগলির ডানকুনি থানার রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় এক বিধবা মহিলার বিরুদ্ধে তাঁর স্বামীকে নিয়ে পালানোর অভিযোগ করলেন স্ত্রী।
সুতিথি মন্ডলের অভিযোগ, তাঁর স্বামী শুভ মন্ডল এলাকারই এক বিধবা মহিলা রিমা চৌধুরীর সঙ্গে পালিয়ে গিয়েছেন। রিমার স্বামী গত হয়েছেন চার বছর আগে। তাঁর এগারো বছরের একটি ছেলে আছে। গত ৫ জানুয়ারি সকালে কাজ আছে বলে তাঁর সমস্ত ডকুমেন্ট নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন শুভ। বেলা গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় বার বার ফোন করেন স্ত্রী সুতিথি। ফোনেও সারা পাওয়া যায়নি। পরে জানতে পারেন এই ঘটনা। রিমার বাড়িতে গিয়ে কোর্ট পেপারে একটি লেখা পান সুতিথি।তাতে রিমা লিখেছেন, তিনি শুভর সঙ্গে ঘর বাঁধবেন। তাঁর ছেলে ঈশানকে শ্বশুর আর দেওরের কাছে রেখে যাচ্ছেন।শুভই তাঁর সব দায়িত্ব নেবে।রিমার শ্বশুর বিন্দেশ্বর চৌধুরী ,দেওর ছোট্টু চৌধুরী সহ রিমার ননদ, নন্দাই স্বাক্ষর করেন সেই কাগজে।
সুতিথি বলেছেন, ‘আমার এক বছরের মেয়ে আছে। সে বাবাকে খুঁজছে। আমি চাই আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক।’ শুভর বাবা দেবেন মন্ডল বলেন, ‘ডানকুনি থানায় অভিযোগ করেছি। ছেলে ফিরে আসুক এটাই চাই।’ বালির দুই বধূকে নিয়ে তাঁদের প্রেমিক রাজমিস্ত্রীরা মুম্বই পালিয়েছিল। পরে পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা।সুতিথিও চাইছেন তাঁর স্বামী ও স্বামীর প্রেমিকাকে ধরে দিক পুলিশ। ডানকুনি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।