বাংলার খবর
সপরিবারে করোনা আক্রান্ত মেয়রের ওএসডি! পজেটিভ কলকাতা পুরসভার কমিশনার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকতা পুরসভায় মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠানের পরই করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪ নম্বর বোরোর চেয়ারম্যান সাধনা বসু, বিধায়ক তাপস রায় সহ একাধিক কাউন্সিলর। করোনা আক্রান্ত হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিমের দফতরের এক কর্মীও। এবার করোনা আক্রান্ত হলেন খোদ মেয়রের আধিকারিক।
মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের পাঁচ সদস্যই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।এ ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন পুরসভার কমিশনার বিনোদ কুমারও। তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত বলে পুরসভা সূত্রে খবর। আক্রান্ত সকলেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গেছে।
আক্রান্ত সকলের অবস্থা আপাতত স্থিতিশীল এবং সকলেই চিকিৎসকদের পরামর্শে রয়েছেন। এদিকে মঙ্গলবারই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। করোনা আক্রান্ত হয়ে শনিবার দিনই আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর অবস্থাও আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।