দেশের খবর
সন্ধ্যা ৭টা নয়, রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল ট্রেন, ঘোষণা নবান্নের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সন্ধ্যা ৭টা নয়, রাত ১০টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। সোমবার সন্ধ্যায় নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে এই কথা জানানো হয়েছে। রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে করোনার বিধি-নিষেধ জারি করার পাশাপাশি জানানো হয়েছিল ৩ জানুয়ারি, সোমবার থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ভোর পাঁচটা থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সন্ধে সাতটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন।
তারপরই পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয় শেষ লোকাল ট্রেন ছাড়বে সন্ধে সাতটায়। আবার দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয় ৭টার মধ্যেই সমস্ত লোকাল ট্রেনের যাত্রা শেষ হবে। ফলে চরম বিভ্রান্তিতে পড়ে যান নিত্যযাত্রীরা। সেইমতো সোমবার বিকেল থেকেই কর্মক্ষেত্র থেকে বাড়ির উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়েন নিত্যযাত্রীরা। বাসে তো বটেই, ট্রেনে ভিড় উপচে পড়ে। তারপরই সন্ধ্যায় এই বিভ্রান্তি দূর করতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সন্ধে ৭টার পরিবর্তে রাত দশটায় ছাড়বে শেষ লোকাল ট্রেন। সন্ধ্যে সাতটা পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের মধ্যেও তৈরি হয়েছিল ক্ষোভ। অতীতে লকডাউনের সময় পেট্রোলিং স্পেশাল বা স্টাফ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল।
এবারও স্টাফ স্পেশাল ট্রেন চালানো হবে কিনা, আর চালানো হলেও তাতে রেলের কর্মীরা ছাড়া আর অন্য কেউ উঠতে পারবেন কিনা, সে প্রশ্ন এখনও রয়ে গিয়েছে। সোমবার সন্ধ্যায় রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাত্রি দশটার পর আর সময়সূচী মেনে লোকাল ট্রেন চলবে না। তবে রেলের কর্মীদের যাতায়াতের জন্য রাত দশটার পরে কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালানো হতে পারে। অতীতে স্টাফ স্পেশাল ট্রেনে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওঠার অনুমতি দেওয়া হয়েছিল। এবারের ক্ষেত্রে এখনও সেই ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। আর জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের স্টাফ স্পেশালে উঠতে দেওয়া হলেও জরুরী পরিষেবার মধ্যে কোন কোন ক্ষেত্রকে যুক্ত করা হবে, তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই ঘোষণা করা হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।