বাংলার খবর
ভোটদানের হারেই স্পষ্ট মুখ্যমন্ত্রীর পদ নিয়ে চিন্তিত নয় ভবানীপুরবাসী: শমীক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : মোদীর বিদায়ের সূচনা হবে ভবানীপুরের উপনির্বাচন থেকে। তৃণমূলের এই দাবি ভুল প্রমাণ করল কম ভোটদানের হার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ভোটদানের হার বলছে এই নির্বাচনে ভবানীপুরের মানুষ তৃণমূলের উপর ভরসা রাখতে পারেনি। যে উচ্চতায় নির্বাচনকে নিয়ে যাওয়া হয়েছিল মানুষ বুঝিয়ে দিল, এই নির্বাচন নিয়ে তারা আগ্রহী নয়।
মুখ্যমন্ত্রীকে ভোট দেবে তাঁদের কোনও উৎসাহ ছিল না। শমীক বলেন, “বিকেল পাঁচটা পর্যন্ত ৫৩ শতাংশ ভোট প্রমাণ করছে, পশ্চিমবঙ্গের এই নির্বাচন ভবানীপুরের মানুষের কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ যেভাবে প্রচার হয়েছে, লক্ষাধিক ব্যবধানে তৃণমূল প্রার্থী জয়ী হবে। মানুষ হৈ হৈ করে নেমে পড়বেন ভোট দিতে, সেই ছবি গোটা নির্বাচনে চোখে পড়ল না।” শমীক ভট্টাচার্য দাবি করেন, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ভবানীপুরের মানুষ ভাবিত নন, সেটা আজকের ভোটদানের হারেই সাফ হয়ে গিয়েছে। একই সঙ্গে জয়ের বিষয়েও বিজেপি আত্মবিশ্বাসী বলে দাবি করেন শমীক ভট্টাচার্য।
এদিন নির্বাচন কমিশনকেও ছাড়েনি বিজেপি।শমীক বলেন, “কোথাও ভুয়ো ভোটার ধরা পড়লেন, কোথাও পালিয়ে গেলেন। রাজ্যে তিনজন দাপুটে মন্ত্রী ঘুরে বেড়ালেন। নির্বাচন কমিশনের ভূমিকাও অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে। এটা কোন নির্বাচনী বিধির মধ্যে পড়ে?”