বাংলার খবর
দই-ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ১৪ কুকুরকে খুন! প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েক বছর আগে কলকাতার এনআরএস হাসপাতালে একাধিক কুকুর ছানাকে খুন করার অভিযোগে উত্তাল হয়েছিল শহর। আবাসিক নার্সিং পড়ুয়াদের বিরুদ্ধেই উঠেছিল অভিযোগ। আবারও রাজ্যে বিষ খাইয়ে নৃশংসভাবে ১৪টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল। অসুস্থ আরও ১১টি কুকুরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকায়। এলাকারই এক বাসিন্দা এই নৃশংস কাজটি করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালনগরের নহাটা নিমতলা রোডের ফুলবাড়ি এলাকা। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধও করেন স্থানীয় বাসিন্দারা। গোপালনগর থানায় গন ডেপুটেশন দেন তারা। যদিও সোমবার সকাল পর্যন্ত অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোপালনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একান্ত সরকার নামে অভিযুক্ত ওই ব্যক্তি দই-ভাতের সঙ্গে কীটনাশক মিশিয়ে ২৫টি কুকুরকে খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেন। ওই বিষাক্ত খাবার খেয়ে ১৪টি কুকুর মারা যায়। বাকি ১১টি কুকুরকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একান্ত সরকার নামে ওই ব্যক্তি কুকুর পছন্দ করতেন না। তবুও শনিবার রাতে তিনি কুকুরগুলোকে দই-ভাত খেতে দেন। তারপরই রবিবার সকালে সাতটি কুকুরকে রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। এবং কিছু কুকুরকে তারা রাস্তায় পড়ে ছটফট করতে দেখেন। তখনই তাঁরা বুঝতে পারেন কুকুরগুলোকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি অভিযুক্ত ওই ব্যক্তিকে চেপে ধরা হলে তিনি বিষ খাওয়ানোর কথা স্বীকার করেছেন। এলাকার বাসিন্দারা মৃত বাকি কুকুরগুলোকে উদ্ধার করেন। তার মধ্যে সাতটি কুকুর রবিবার রাতেই মারা যায়। এবং বাকি অসুস্থ কুকুরগুলোর চিকিৎসার ব্যবস্থা করেন।
গোটা ঘটনায় ফুলবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের শাস্তির দাবিতে রবিবার বিকালেই ৭টি কুকুরের দেহ নিয়ে নহাটা নিমতলা রোডের ফুলবাড়ি এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকার বাসিন্দারা। এরপর অভিযুক্তের অবিলম্বে গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে রবিবার রাতে গোপালনগর থানায় গণ-ডেপুটেশনও দেন ফুলবাড়ি এলাকার বাসিন্দারা।