বাংলার খবর
মন্দির রক্ষায় মুসলিম যুবকদের মানববন্ধন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিজেপির প্রাক্তন সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তাল রয়েছে রাজ্য। হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে অশান্তি। অশান্তি, বিক্ষোভ থামাতে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্যের পুলিশ । ইতিমধ্যেই দু’শোরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে যখন গোটা রাজ্য উত্তাল তখন, সম্প্রীতির চিত্র ধরা পরল রাজ্যে। একটি মন্দিরকে রক্ষা করতে বেশ কিছু মুসলিম যুবক মানববন্ধন করলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওটিতেই দেখা গিয়েছে এই চিত্র। তাতে দাবি করা হচ্ছে, এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ধূলাগড়ে। সেই ভিডিওতে দেখা গিয়েছে একটি মন্দিরের চারপাশে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন বেশ কিছু মুসলিম যুবক। সেই মন্দিরটিকে রক্ষা করার চেষ্টা করছেন তাঁরা। তবে এই ভিডিওটি কবে তোলা হয়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি। কী কারণে এই ঘটনা ঘটেছে, তাও জানা যায়নি। এবং এই ভিডিওর সত্যতাও যাচাই করেনি বেঙ্গল এক্সপ্রেস। তবে নেটিজেনদের একাংশের মতে এই ভিডিওটি অনেক পুরনো। কয়েক বছর আগে উত্তপ্ত হয়ে উঠেছিল ধূলাগড়। তখনই এই ভিডিওটি তোলা হয়েছিল। তবে নূপুর শর্মার মন্তব্যকে ঘিরে রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, তাতে এই ভিডিও শেয়ার করার মাধ্যমে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই মনে করছেন নেটিজেনরা।
নূপুর শর্মার এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়ার বিভিন্ন জায়গা। ইতিমধ্যেই এই বিক্ষোভ, অশান্তি করার অভিযোগে ৪২টি মামলা দায়ের হয়েছে। রাজ্যজুড়ে দু’শোরও বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত হয়ে না ওঠে, তার জন্য গত শুক্রবার থেকে গোটা হাওড়া, মুর্শিদাবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যদিও সোমবার সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে এখনও টহলদারি চালাচ্ছে পুলিশ।