এক ডাকে অভিষেক! হেল্পলাইন চালু করে নিঃশব্দ বিপ্লব ডায়মন্ড হারবারের সাংসদের
Connect with us

বাংলার খবর

এক ডাকে অভিষেক! হেল্পলাইন চালু করে নিঃশব্দ বিপ্লব ডায়মন্ড হারবারের সাংসদের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিদি কে বলো’ এর পর এবার ‘এক ডাকে অভিষেক’। নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার সমস্ত সমস্যার কথা এবার ডায়মন্ড হারবারবাসী সরাসরি জানাতে পারবেন অভিষেককে। তার জন্য একটি হেল্প লাইন নম্বরও চালু করেছেন তিনি। সেই নম্বরটি হল ৭৮৮৭৭৭৮৮৭৭। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে এই হেল্পলাইন নম্বর। যেকোন সমস্যার কথা সরাসরি এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে সাংসদকে জানাতে পারবেন ডায়মন্ড হারবারবাসী।

ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে আট বছর পূর্ণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে শনিবার পৈলানের যুবসংঘের মাঠে ‘নিঃশব্দ বিপ্লব’ নামে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ৮ বছরের সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারের জন্য তিনি যে সমস্ত উন্নয়ন ও জনসেবামূলক কাজ করেছেন, তার রিপোর্ট কার্ড এদিন বই আকারে প্রকাশ করেন অভিষেক। সেই বইয়ের নাম দেওয়া হয়েছে ‘নিঃশব্দ বিপ্লব’। সেইসঙ্গে আগামী দুই বছর ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চলবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

ডায়মন্ড হারবারের সাংসদ বলেছেন, ‘ডায়মন্ড হারবারের সঙ্গে আমার আত্মিক যোগ। মাঝখানে কিছু লোকজন দেওয়াল তোলার চেষ্টা করেছিল। আজ আমি সেই দেওয়াল ভেঙে দিলাম। এবার আপনাদের সব সমস্যার কথা আমাকে সরাসরি বলুন। এই হেল্পলাইন নম্বর ফোন করে আপনারা আমাকে সমস্ত সমস্যা, অভাব, অভিযোগ, পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা করতে পারবেন। লোকে বলে, আমার মতো একজন সাংসদ পেয়ে ডায়মন্ড হারবারের মানুষ ভাগ্যবান। কিন্তু আমি বলি, আমি সৌভাগ্যবান ডায়মন্ড হারবারের মানুষদের আমার পাশে পেয়ে। যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত ডায়মন্ড হারবারের মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকব।’

Advertisement

এদিন নিজের কাজের রিপোর্ট কার্ড পেশ করতে গিয়ে বিজেপিকেও আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমার আট বছর পূর্ণ হয়েছে। আর তোমাদেরও আট বছর পূর্ণ হয়েছে। আমি আমার কাজের রিপোর্ট সকলের হাতে তুলে দিলাম। এবার তোমরা তোমাদের কাজের রিপোর্ট দাও।’

শুধুমাত্র ডায়মন্ডহারবারের মানুষই ‘এক ডাকে অভিষেক’ এর সুবিধা পাবেন। রাজ্যে এই প্রথম কোনও জনপ্রতিনিধি নিজের কেন্দ্রের জন্য হেল্পলাইন নম্বর চালু করলেন। যা রাজ্য রাজনীতিতে অবশ্যই একটা নজির। এই হেল্পলাইন নম্বরে ফোন করলে স্কুল-কলেজের ভর্তির সমস্যা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পেতেও আবেদন করতে পারবেন ডায়মন্ড হারবারবাসী। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইরকমভাবে ‘দিদিকে বলো’ কর্মসূচি নিয়েছিলেন। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তার ফল পেয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার তাঁর দেখানো পথে হেঁটেই ডায়মন্ড হারবারের মাটিতে নিজেকে আরও অপ্রতিরোধ্য করার পথে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনের বছরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। অভিষেকের এই কর্মসূচি পঞ্চায়েত ভোটে তৃণমূলকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলেও মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.