৫০ বছরে সোনায় মোড়া প্রতিমা, শ্রীভূমির এবারের পুজোর থিম ঘোষণা করলেন সুজিত বসু
Connect with us

বাংলার খবর

৫০ বছরে সোনায় মোড়া প্রতিমা, শ্রীভূমির এবারের পুজোর থিম ঘোষণা করলেন সুজিত বসু

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শারদোৎসবের ঢাকে কাঠি পড়তে এখনও বাকি ৯৫ দিন। কিন্তু দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল কলকাতার বড় ক্লাবগুলো। তার মধ্যে অন্যতম হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্যান্ডেল এবং থিমের দিক থেকে প্রতি বছরই দর্শকদের চমক দেয় শ্রীভূমির পুজো। কখনও বাহুবলী, কখনও বুর্জ খালিফার আদলে প্যান্ডেল তৈরি করে দর্শকদের মন জিতে নিয়েছে এই পুজো কমিটি।

গতবছর বুর্জ খালিফা তৈরি করে খবরের শিরোনামে পৌঁছেছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেই প্যান্ডেল দেখতে এতই ভিড় জমেছিল, যে প্যান্ডেলে দর্শক প্রবেশ বন্ধ রাখতে হয়েছিল। শুধু তাই নয়, প্যান্ডেলে ব্যবহৃত আলোর জন্য দমদম বিমানবন্দরে বিমান ওঠা-নামায় সমস্যাও তৈরি হয়েছিল। সেই নিয়ে কম বিতর্ক হয়নি।

এই বছরও দুর্গা পুজোয় দর্শকদের চমক দেওয়ার জন্য তৈরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম হল রোমের ভ্যাটিকান সিটি। শুক্রবার রথযাত্রার দিনেই হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো। আর খুঁটি পুজোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের সুপারস্টার দেব। এবার পঞ্চাশ বছরে পা দিতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। শুক্রবার খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হওয়ার পাশাপাশি পুজোর থিম ভ্যাটিকান সিটির মডেলেরও উদ্বোধন হল।
করোনার কারণে গত দুই বছর সেই ভাবে পুজোর আয়োজন করা যায়নি। তার ওপর কিছুদিন আগেই বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। সেই সঙ্গে এবারের পুজো পঞ্চাশ বছরে পা দিল। তাই মহাচমক থাকছে বলেই জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। এবছর এক মাস ধরে চলবে এই পুজো। শুক্রবার ক্লাবের খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তথা সাংসদ দেব ছাড়াও ভারত তথা বাংলার ক্রিকেটার এবং বর্তমানে মন্ত্রী মনোজ তিওয়ারি, সংগীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, পুজোর উদ্যোক্তা তথা দমকলমন্ত্রী সুজিত বসু সহ একাধিক স্বনামধন্য ব্যক্তিত্ব।

Advertisement

শ্রীভূমির পুজো মানেই শহরবাসীর কাছে বাড়তি আকর্ষণ। কখনও বাহুবলী, কখনও পদ্মাবত, কখনও বা পুরীর মন্দির এবং গত বছর বুর্জ খালিফা। প্রতিবছরই শ্রীভূমিতে যেভাবে মানুষের ঢল নামে, সেই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে পুজো কমিটির উদ্যোক্তারা। এবছরের থিম ভ্যাটিকান সিটি। তার ওপর ৫০ বছর হওয়ায় গোটা প্রতিমা সোনায় মোড়া থাকবে বলেই জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু।

এই বছর মহালয়া ২৫ সেপ্টেম্বর। ষষ্ঠী ১ অক্টোবরে, সপ্তমী ২ অক্টোবর, অষ্টমী ৩ অক্টোবর, নবমী ৪ অক্টোবর এবং দশমী ৫ অক্টোবর। কিন্তু দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় এবছরের পুজোর উৎসব বড় করেই পালিত হবে বলে আগেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আয়োজন শুরু হয়ে গেল রথযাত্রার দিন থেকেই।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.