লাইফ স্টাইল
সুস্বাদু মজাদার জলখাবার, রইল জনপ্রিয় স্ট্রিট ফুড স্যান্ডউইচ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মরসুম বদলের এই সময়ে শরীর সুস্থ রাখার জন্য এমন কিছু খাওয়া দরকার যা শরীর ভালো রাখতে সাহায্য করবে। আবার বাচ্চাদের মনও ভালো করে দেবে। অনেকেই নানান পদ বানিয়েছেন লকডাউনে। কিন্তু জানেন কি লকডাউনে নিজেদের তৈরি স্যান্ডউইচ বানিয়ে একটা আস্ত দোকান দিয়েছেন দুই ভাই। একজন গ্র্যাজুয়েট ও অপরজন বি কম পাঠরত। নিজেদের টানাজীবন যাপন থেকে কিছু সময় বের করে পালাবদল করে দোকান চালান দুই ভাই। পার্কস্ট্রিটের মেট্রো স্টেশনের ধারে এই মিলবে ‘ইন্ডিয়ান গাইজ’ নামে এই স্যান্ডউইচের দোকান। যার বয়স মাত্র ২ বছর। যেখানে স্বল্প খরচেই পেয়ে যাবেন গোটা স্যান্ডউইচ, এক কথায় বলতে গেলে সস্তায় পুষ্টিকর খাবার।
‘ইন্ডিয়ান গাইজ’য়ের মেনুতে রয়েছে ভেজ স্যান্ডউইচ থেকে শুরু করে, চিজ চিকেন, কর্ণ চিকেন, চিকেন চিজ কর্ণ এমনকি পনির স্যান্ডউইচও। দাম শুরু হচ্ছে মাত্র ৩৫ টাকা থেকে। ভেজিটেবিল, চিকেন, বাটার আর এক্সট্রা চিজের সঙ্গে চটজলদি পেয়ে যাবেন এই খাবার।
কলকাতা মানেই ‘সিটি অব জয়’। আনন্দের দিনবাসরে যেখানে আহার, বিহার ও পানাহারই পছন্দ করে মানুষ। দেশের সাংস্কৃতিক রাজধানীর তকমা ছাড়াও কলকাতার নামের সঙ্গে জুড়ে রয়েছে রকমারি স্বাদের খাবার। তার মধ্যে যদি হয় নিজের বাজেটের মধ্যে, তাহলে আর কোন কথাই নেই। পার্কস্ট্রিটের মেট্রো স্টেশনের সামনে এমনই এক স্ট্রিট ফুডের দোকানের কথা তুলে ধরলাম আমরা।