দিঘার সমুদ্রে উঠল কোটি টাকার তেলিয়া ভোলা মাছ!
Connect with us

বাংলার খবর

দিঘার সমুদ্রে উঠল কোটি টাকার তেলিয়া ভোলা মাছ!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কে বলতে পারে, কার ভাগ্য কখন খুলবে! লক্ষ্মী যখন সুপ্রসন্ন হন, তখন তা যেন দুয়ারে প্রবেশ করে। শনিবার এমনই এক ঘটনা লক্ষ্য করা গেল দিঘা মোহনায়। দীর্ঘদিন ধরে করোনা পরিস্থিতিতে দিঘা মোহানায় মাছের কারবারের অবস্থা খুবই খারাপ ছিল।

শনিবার দিঘা মোহানায় বিশ্বেশ্বরী ট্রলারের জালে ধরা পড়ল ১২০টি তেলিয়া ভোলা মাছ। প্রত্যেকটির ওজন ১৫ থেকে ২০ কিলোগ্রাম। এই মাছ কখনও ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে। সেই জায়গায় ভুবন বেরার কাঁটায় বিক্রি হচ্ছে ১২০টি তেলিয়া ভোলা। মৎস্যজীবীদের কথায় এই মাছটি সচারচর মাঝ সমুদ্রে পাওয়া যায়। এই মাছের পটকা থেকে তৈরি হয় ক্যাপসুলের খাপ ও পেট থেকে একটি সুতো পাওয়া যায়।

যে সুতোটি অস্ত্রোপচারের পর সেলাই করার কাজে ব্যবহৃত হয়। এই মাছটি সচরাচর জাপান এবং থাইলেন্ডে রপ্তানি করা হয়। যাঁর ট্রলারে এই মাছটি পাওয়া গেছে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই মাছ ধরতে যাচ্ছি। কিন্তু এই ধরণের মাছ আমার কপালে এই প্রথম।’ একসঙ্গে এত মাছ পেয়ে খুশি ট্রলার মালিক থেকে আরম্ভ করে ওই সমস্ত মৎস্যজীবীরা।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.