বাংলার খবর
সম্পতির লোভে বাব-মাকে ঘর ছাড়া করল ছেলে, আদালতের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জলপাইগুড়ির পর এবার ঝাড়গ্রামে বৃদ্ধ বাবা-মাকে মারধর করে বাড়ি ছাড়া করার অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে। বাধ্য হয়ে আদালতের দারস্থ হলেন বৃদ্ধ দম্পতি। ঝাড়গ্রাম ব্লকের লাউড়িয়াদাম গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাউড়িয়াদাম গ্রামের বাসিন্দা চক্রধর গোয়ালা ও তাঁর স্ত্রী চুনু গোয়ালা।
অভিযোগ, ছোট ছেলে রঞ্জিত গোয়ালা তাঁর স্ত্রী পুতুল ও দুই নাতনি মন্দিরা ও পূজা গোয়ালা লাঠি ও পাথর দিয়ে মারেন ওই বৃদ্ধ দম্পতিকে। এমনকি তাঁদের বসত বাড়িটিও ভেঙে দেওয়ার চেষ্টা করে। স্থানীয় পঞ্চায়েত ও ঝাড়গ্রাম থানাকে বারংবার জানিও কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ তাঁদের। এই অভিযোগ তোলায় ছেলে, বৌমা খেতে দেয়নি, বরং তাঁদের বাড়ি ছাড়া করার চক্রান্ত শুরু করে দেয়। তাই নিরুপায় হয়ে ঝাড়গ্রাম আদালতে এসে ছেলে, বৌমা ও দুই নাতনীর বিরুদ্ধে অভিযোগ করেন ওই বৃদ্ধ দম্পতি।
ঝাড়গ্রাম আদালত চত্বরে বসে তাঁরা জানান, “এই বয়সে বাড়ি ছেড়ে কোথায় যাব। ছেলে, বৌমা খেতে দেয়নি, পরতে দেয়নি। ছেলে বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছে। একটি বেসরকারি সংস্থায় কাজ করে। তা সত্ত্বেও আমার বসত বাড়ি ভেঙে জায়গা দখল করার চক্রান্ত করছে। পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। তাই নিজের বাড়িতে থাকার জন্য আমি ও আমার স্ত্রীকে নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।” এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে অভিযুক্ত ছেলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনও কথা বলতে চাননি। ওই বৃদ্ধ দম্পতির এখন একটাই দাবি, তাঁদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিক আদালত।