মীন রাশি (Pisces) আজকের দিন কেমন যাবে ? ২৪ জানুয়ারি, ২০২৩
Connect with us

মীন রাশি

মীন রাশি (Pisces) আজকের দিন কেমন যাবে ? ২৪ জানুয়ারি, ২০২৩

মীন রাশি (Pisces): শরীরকে ঠিক রাখার জন্য প্রত্যহ ব্যায়াম ও যোগাসন করুন। সুগার হবার চান্স রয়েছে ৪০ বছরের বেশি জাতকদের ।

মীন রাশির আজকের রাশিফল
5/5 - (1 vote)

মীন রাশি (Pisces): শরীরকে ঠিক রাখার জন্য প্রত্যহ ব্যায়াম ও যোগাসন করুন। সুগার হবার চান্স রয়েছে ৪০ বছরের বেশি জাতকদের । ভালো করে সিদ্ধান্ত নিলে আপনি পরিবারের কাছে নয়নমণি হয়ে উঠবেন।  রাজনৈতিক কর্মীদের ভালো যোগ রয়েছে। শনিবারে বেগুন খান এবং ভুলেও উত্তর পূর্ব দিকে প্রস্রাব করবেন না। স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে পারেন সম্পর্ক মজবুত হবে। সন্তানের জন্য খামাখা চিন্তা করবেন না। 

অর্থ, লাভ, পেশা : ব্যাবসায়ীদের জন্য দিনটি শুভ, ব্যাপক লাভের মুখ দেখবে শস্য ব্যাবসায়ীরা। শেয়ার বাজারে নিবেশ করতে পারেন । ভুলেও দেনা করতে যাবেন না আজকে।  

প্রেম ও বন্ধুত্ব : প্রাক্তন প্রেমিক/প্রেমিকার সাথে ভাঙ্গা সম্পর্ক জোরা লাগার যোগ রয়েছে। বিয়েতে মত দিতে পারেন, আপনার পার্টনার সরকারী চাকরী পাবেন । 

Advertisement

শুভ সংখ্যা : মীন রাশি (Pisces) শুভ সংখ্যা ১,৫,৮ ।

শুভ রং : মীন রাশি (Pisces) শুভ রং রক্তলাল ও বেগুনী। 

শুভ দিক : মীন রাশি (Pisces) শুভ দিক পশ্চিম ও দক্ষিণ । 

Advertisement

জ্যোতিষ কথা : দুর্গা মন্দিরে পূজা দিন, ব্রাহ্মন সেবা করান ।

মীনরাশির আজকের রাশিফল কি ভাবে জানবো ?

আপনার রাশি কি ? মীন রাশি (Pisces) যদি আপনার রাশি মীন হয় তাহলে আপনি প্রতিদিন আপনার রাশিফল আমাদের রাশিফল পেজে দেখতে পাবেন। BengalXpress.in/astrology

আজকের দিন মীন রাশির কেমন কাটবে ?

আপনার রাশির ভাগ্যে কি রয়েছে, বা আপনার সারাদিন কেমন কাটবে এই বিষয়ে জানতে হলে বেঙ্গল এক্সপ্রেস এর রাশিফল পাতায় যান বা লিঙ্কে ক্লিক করুন 

Advertisement