কন্যা রাশি
আজ কি হতে চলেছ আপনার সাথে চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল

বেঙ্গল এক্সপ্রেসঃ রাশিফল হলে এমন একটি সহজ দর্পণ যার মাধ্যমে মানুষ সহজেই তার সাথে বা তার পরিবারের সাথে আগামী বার্তা এক নিমিষেই যেন তার সামনে চলে আসে।
মেষ রাশি: আপনার বাড়িতে আজ বিষয় সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এতে আপনার সম্পর্ক গুলো মজবুত হয়ে উঠবে। আপনি আজকে কাজের জন্য অনেক চিন্তিত থাকবেন। অতিরিক্ত কাজের জন্য মানসিক ও শারীরিক দুই অসুস্থ হয়ে পড়তে পারে। শরীরকে বিশ্রাম দিন। পড়াশোনার দিক দিয়ে দিনটি শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আজ আপনি লাভবান হতে পারেন।
শুভ সংখ্যা: ৯।
শুভ রত্ন: রুপা।
শুভ দিক: উত্তর।
শুভ রং: সাদা।
বৃষ রাশি: অচেনা কোন লোকের দিকে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হতে পারে। প্রতিবেশীদের সাথে কথা বলার সময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার স্ত্রী বা প্রেমিকার জন্য আপনি অনেক বড় কাজের সুযোগ পেতে পারেন। কোন কাছের বন্ধুর কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন। চাকরির ক্ষেত্রে আপনার সহকর্মী আপনাকে অনেক সাহায্য করতে পারে। ব্যবসার দিক দিয়ে দিনটি মোটামুটি ভালোই যাবে। সংসারে আয়ের চেয়ে ব্যয়ের হার বেশি।
শুভ রং: সবুজ।
শুভদিক: দক্ষিণ।
শুভ সংখ্যা: ০-৯।
শুভ রত্ন: পান্না।
মিথুন রাশি: অতিরিক্ত চিন্তাভাবনার জন্য আপনার শারীরিক অসুস্থতা বাড়তে পারে। পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে কোন সাহায্য পেতে পারেন। পরিবারের অশান্তির মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের ব্যাপারে বেশি চিন্তিত হবেন না। পড়াশুনা নিয়ে চাপ বাড়তে পারে। আয়ের চেয়ে ব্যয়ের হার বেশি। বাড়িতে সবার সঙ্গে ভালোভাবে সময় কাটান। বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। চাকরি ও ব্যবসা দুই আজ ভালো যাবে।
শুভ রং: হলুদ।
শুভদিক: উত্তর-পূর্ব।
শুভ সংখ্যা:১।
শুভ রত্ন: ট্যুরমালাইন।
কর্কট রাশি: আপনার কাছের মানুষের কাছ থেকে আপনাকে কোন খারাপ কথা শুনতে হতে পারে। প্রিয় বন্ধুর কাছ থেকে একটু সাবধানে চলতে হতে হবে। আপনার খুব পছন্দের জিনিস নষ্ট হয়ে যেতে পারে। আপনার অতিরিক্ত ভালো মানুষের লোকের কাছে খারাপ লাগতে পারে। চাকরি এবং ব্যবসার দিক দিয়ে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। পাড়া-প্রতিবেশীদের জন্য নিজেদের সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক তৃতীয় ব্যক্তির জন্য বিপদ সৃষ্টি হতে পারে। চাকরির দিক দিক দিয়ে চিন্তার কোন কারণ নেই। ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়তে পারে।
শুভ রং: সাদা।
শুভদিক: উত্তর।
শুভ সংখ্যা: ০-৯
শুভ রত্ন: টোপাজ।
সিংহ রাশি: অন্যের ভুলের সাজা আপনাকে পেতে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের আরেক তিক্ততা বাড়বে। বাইরের কোন মহিলার জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। গাড়ি সাবধানে চালাবেন। আপনার বাড়িতে অতিথি আসবার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের বা কাছের কোন মানুষকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে। ব্যবসার দিক দিয়ে নতুন কর্মচারীর জন্য একটু সমস্যায় পড়তে হতে পারে তবে তা পরে ঠিক হয়ে যাবে। চাকরির দিক দিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে।
শুভ রং: লাল।
শুভদিক: অগ্নিকোণ।
শুভ সংখ্যা: ১২।
শুভ রত্ন: রুদ্রাক্ষ ।
কন্যা রাশি: অতিরিক্ত চিন্তাভাবনা আপনার কর্ম ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে। আপনার কাছের কোন মানুষের সাথে আপনার আজকে দেখা হতে পারে। অতিরিক্ত চিন্তাভাবনার জন্য আপনার শারীরিক অসুস্থতা বাড়তে পারে। আপনার বুদ্ধি যদি সঠিক জায়গায় না ব্যবহার করেন তাহলে আপনাকে বিপদে পড়তে হতে পারে। চাকরি এবং ব্যবসা দুই জায়গাতে কাজের চাপ বাড়তে পারে। আর্থিক চাপের জন্য আপনার পরিবার ও অন্যান্য সম্পর্ক সাথে মনোমালিন্য হতে পারে।
শুভ রং: সাদা।
শুভদিক: পশ্চিম।
শুভ সংখ্যা: ৬৯।
শুভ রত্ন: হিরা।
তুলা রাশি: অসুস্থতার কারণে আপনার অনেক অর্থ ব্যয় হতে পারে। কাজের ক্ষেত্রে আপনাকে বাইরে যেতে হতে পারে তবে সেই ভ্রমণে বাধা সৃষ্টি হতে পারে। কাছের কোন মানুষকে খারাপ কথা বলার জন্য আপনার অনুতপ্ত বোধ হতে পারে। আপনার কাছের কোন মানুষ আপনাকে কষ্ট দিতে পারে। ব্যবসার দিক দিয়ে আজ মন্দা চলবে। আয়ের চেয়ে ব্যয়ের হার বেশি থাকার কারণে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।
শুভ রং: সবুজ।
শুভদিক: দক্ষিণ।
শুভ সংখ্যনঃ ৬৮।
শুভ রত্ন: পান্না।
বৃশ্চিক রাশি: আবেগের বসে কোন কাজ করলে সেই কাজের ফল ভালো পাবেন না। জায়গা সম্পত্তি নিয়ে ভাই বোনেদের সাথে বিবাদ সৃষ্টি হতে পারে। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা খুব বুঝেশুনে বলবেন না হলে আপনি আইনের সমস্যায়ও করতে পারেন। চাকরির দিক থেকে আজকের দিনটি ভালই রয়েছে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ঘটবার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সাদা।
শুভদিক: পূর্ব।
শুভ সংখ্যা: ৫৪।
শুভ রত্ন: মুনস্টোন।
ধনু রাশি: বাড়িতে সবকিছু সুন্দর হলেও বাইরের সম্পর্ক গুলো একটু কঠিন হতে পারে। সত্যি কথা বলার জন্য আপনি আজ অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠবেন। বাড়িতে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সদস্য আসবার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার দিক দিয়ে আজ আপনি কোন ভালো খবর পেতে পারেন। চাকরির দিক দিয়ে আপনাকে আজ সতর্ক এ থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে আজ আপনি অনেক চিন্তিত থাকবেন।
শুভ রং: হলুদ।
শুভদিক: দক্ষিণ।
শুভ সংখ্যা: 46।
শুভ রত্ন: পোখরাজ।
মকর রাশি: আজকের দিনে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটান এতে আপনার সম্পর্ক গুলো আরো মজবুত হয়ে উঠবে। অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করুন। আপনি যদি কোন পুরনো বিষয় নিয়ে চিন্তিত থাকেন তাহলে আজ সেই বিষয় থেকে ভালো ফল পাবার সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিক দিয়ে আজকের দিনটি একটু কঠিন হতে চলেছে। বাড়িতে অতিরিক্ত খরচের কারণে আপনার সেই সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে।
শুভ রং: নীল।
শুভদিক: উত্তর-দক্ষিণ।
শুভ সংখ্যা: ৩১।
শুভ রত্ন: নীলা
কুম্ভ রাশি: আজকে আপনাকে সতর্কতার সহিত চলতে হবে। চাকরির ক্ষেত্রে আপনার সহকর্মী আপনাকে বিপদে ফেলতে পারে। অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে কষ্ট দিতে পারে। পুরনো কোন স্বপ্ন পূরণ হতে পারে।
শুভ রং: লাল।
শুভদিক: ঈশানকোণ।
শুভ সংখ্যা: ৬৪।
শুভ রত্ন: রুবি।
মীন রাশি: পারিবারিক সমস্যার কারণে আপনি সঠিকভাবে কোন কাজে মনোনিবেশ করতে পারবেন না। সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত রাগের জন্য আপনার হাতে আসা ভালো কোন কাজ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। পাড়া-প্রতিবেশীদের সাথে দূরে থাকাই ভালো।
শুভ রং: হলুদ।
শুভদিক: উত্তর-পশ্চিম।
শুভ সংখ্যা: ৭৪।
শুভ রত্ন: পীত মুক্তা।