Kolkata Metro : পুজোর আগেই জোড়া সুখবর! চালু হতে পারে আরও দুই নতুন মেট্রো রুট
Connect with us

বাংলার খবর

Kolkata Metro : পুজোর আগেই জোড়া সুখবর! চালু হতে পারে আরও দুই নতুন মেট্রো রুট

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : কিছুদিন আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে রাজ্যবাসীর জন্য আরও জোড়া সুখবর অপেক্ষা করছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের অক্টোবরেই যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হবে জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে মেট্রো পরিষেবা।

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে এই কথা জানান কেন্দ্রীয় ইস্পাত এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শিয়ালদহ স্টেশনের এক অনুষ্ঠানে শহরে মেট্রো প্রকল্পগুলির কাজের অগ্রগতি তুলে ধরে একই কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, তারাতলা থেকে জোকা মেট্রোর সাড়ে ছয় কিলোমিটার পথের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। স্টেশন নির্মাণ, ট্র্যাক বসানো এবং থার্ড রেলে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ।

খুব শীঘ্রই এই রুটে মহড়াও শুরু হবে। অন্যদিকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো রুটের নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে অভিষিক্তা মোড়ের কাছে একটি অংশ ছাড়া বাকি উড়ালপথ নির্মাণের কাজ প্রায় শেষ। পুজোর আগে নির্মাণ শেষ হলে সেখানেও মহড়া শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই মেট্রো রুট দু’টি শুরু হয়ে গেলে, শহরের গতি যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। শুধু তাই নয়, গোটা কলকাতা শহরকেই জুড়ে দেওয়া যাবে মেট্রোর মাধ্যমে। সহজেই উত্তর থেকে দক্ষিণে যানজট এড়িয়ে অল্প সময়ের মধ্যেই মানুষ পৌঁছে যেতে পারবেন। জোড় কদমে কাজ চলছে, জোকা-এসপ্ল্যানেড মেট্রোর অন্য প্রান্তের।

Advertisement

 

আরও পড়ুন – Post Office Scheme : পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন, মোটা অঙ্কের টাকা রিটার্ন পাবেন

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.