ধর্ম
দীপাবলি কেন পালন করা হয় জানেন?
আবার অনেকে মনে করেন যে, দশরথপুত্র অযোধ্যার রাজা শ্রীরাম ১৪ বছর বনবাঁস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন বলে, শ্রীরাম কে

বেঙ্গল এক্সপ্রেস: দুর্গা পূজার পরের অমাবস্যাতে হয় কালীপূজা। তবে এই গালি কিন্তু শ্মশান কালি বা সিদ্ধ কালী নয়। এই কালী হলো শ্যামা কালী। এই কালী ঠাকুরের গায়ের রং হয় শ্যাম বর্ণের। বাঙালি মতে মা কালীর নয়টি রূপ রয়েছে। যেমন, দক্ষিণা কালী, কৃষ্ণ কালি বা শ্যামা কালী, সিদ্ধ কালী, গুহ্য কালী, শ্রী কালী, ভদ্রকালী, চামুণ্ডা কালী, শ্মশানকালী ও মহাকালী।
মা কালীর অনেক রূপ তবে এই দীপান্বিতা কালী পূজায় মা শ্যামা কালীর পূজা হয়। তারপর সকলেই মনে করেন যে এই দিন প্রদীপ জ্বালালে মা কালী অন্ধকারের দমন করে আলোর জয় করাবেন।
আরও পরুনঃ-নিজের বাড়িতে পুজো করছেন, ব্রিটিশের প্রধানমন্ত্রী!
আবার অনেকে মনে করেন যে, দশরথপুত্র অযোধ্যার রাজা শ্রীরাম ১৪ বছর বনবাঁস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন বলে, শ্রীরাম কে ভালোবেসো শ্রদ্ধা জানিয়ে অযোধ্যা বাসি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছিলেন যাতে আমাদের সকলের প্রিয় রাজার উপর আর কোন কালো অন্ধকার অশুভ কিছু না ছুতে পারে।
তবে যে যেটাই মানুক না কেন অর্থ কিন্তু একটাই। অন্ধকার কে হারিয়ে আলোর জয়, অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা।
বেঙ্গল এক্সপ্রেস এর তরফ থেকে আপনাকে ও আপনার পরিবারের সকল আত্মীয়-স্বজন ও আপনার কাছের সমস্ত লোকেদের জানাই শুভ দীপাবলীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
***HAPPY DIWALI***