বাংলার খবর
শিল্পীসত্বাকে বাঁচিয়ে রাখার আর্জি ‘কাগজওয়ালা’র অমল খাঁর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রোদ, বৃষ্টি, ঝড়, সকাল থেকে দুপুর পর্যন্ত খবরের কাগজ বিক্রি করে দুটো উপার্জন করছেন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফতেপুর গ্রামের বাসিন্দা অমল খাঁ। তবে ‘কাগজওয়ালা’র পাশাপাশি নিজের শিল্পীসত্বাকে বাচিয়ে রাখার আর্জি জানিয়েছেন অমল খাঁ।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফতেপুর গ্রামের বাসিন্দা অমল খাঁ। রোদ,ঝড়, বৃষ্টি, উপেক্ষা করে সকাল থেকে দুপুর পর্যন্ত লোকের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন খবরের কাগজ। দুপুর নাগাদ বাড়ি ফিরে চোখে-মুখে একটু জল দিয়ে বসে পড়েন তাঁর নিত্য দিনের শিল্পকলার কাজ নিয়ে। অর্থাৎ কাঠ, ছেনি, হাতুড়ি,বাটালি, সহ নানান সরঞ্জাম নিয়ে। দুপুর থেকে রাত্রি পর্যন্ত কাঠের প্রতিকৃতি তৈরিতে তাঁর হাত চলে সমানতালে, থেমে থাকেনা।
প্রত্যেকটি কাঠের টুকরো থেকে নানা রকমের প্রতিকৃতি তৈরি করেন, তাঁর হাতুড়ি-বাটালির ঠুক ঠাক শব্দের আওয়াজে প্রাণ পায় বিবেকানন্দ, গণেশ, সরস্বতী, লক্ষী, মহাদেবর মতো দেব-দেবী ও মহাপুরুষরা। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়তি সময় টুকু এই কাঠের শিল্পকলা তৈরি করে বিক্রি করেন স্থানীয় কয়েকটি গ্রামীণ এলাকাতে। তবে প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে ক্ষুদ্র শিল্পের তেমন একটা কদর নেই, পারিশ্রমিক ও খুব কম, বিক্রি করার জন্য চাই ভালো মার্কেট, নয়ত বন্ধ হয়ে যাবে অমল বাবুর মতো ক্ষুদ্র শিল্প কলাগুলি
অমল বাবুর কথায়, আজকের দিনে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম আকাশ ছোঁয়া, কঠোর পরিশ্রম করে এই সামান্য অর্থ উপার্জনে সংসার চালান মুশকিল হয়ে পড়েছে। এই কাজগুলো করে অতি সামান্য পারিশ্রমিক পায়, এটুকুর উপর নির্ভরশীল করেই চলে তাঁর সংসার। তাই সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি।