শহরের রাজপথে নামল আরও ১০ নতুন ই-বাস, চালক মেয়র
Connect with us

বাংলার খবর

শহরের রাজপথে নামল আরও ১০ নতুন ই-বাস, চালক মেয়র

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবার সম্পূর্ণ নতুন ভূমিকায় পাওয়া গেল কলকাতার মেয়রকে। বুধবার শহরের রাজপথে বাস চালালেন ফিরহাদ হাকিম! এদিন দশটি ব্যাটারিচালিত নতুন বাসের উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক। তখনই চালকের আসনে বসে নিজেই বাসের স্টিয়ারিং ঘোরালেন পরিবহন মন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবসে আরও ১২০০ ই-বাস আসবে রাজ্যের হাতে। তারমধ্যে এই বছরই ৪০০টি বাস চলে আসবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ফিরহাদ হাকিম বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার যখন পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বোঝা বাড়িয়েছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সেই বোঝা লাঘব করে পরিষেবা দেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। কলকাতায় আমরা ইলেকট্রিক বাস চালু করেছি। ভাড়া না বাড়িয়ে মানুষকে আমরা বাড়তি পরিষেবা দিচ্ছি। আমাদের কাছে এই মুহূর্তে আশিটি ইলেকট্রিক বাস রয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে আরও ৫০টি বাস এসে যাবে। তখন মোট ১৪০টি ব্যাটারিচালিত বাস চলবে কলকাতায়। আগামী বিশ্ব পরিবেশ দিবসে আরও ১২০০ বাস পাওয়ার কথা রয়েছে। সিইএসএল-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই বছরের মধ্যেই আরও ৪০০ ই-বাস এসে যাবে। এর ফলে পরিবহন খরচ যেমন অনেকটাই কমবে, মানুষের উপর থেকে বোঝাও অনেকটাই লাঘব হবে। ইতিমধ্যেই আমরা ৭৬টি চার্জিং স্টেশন তৈরি করেছি। আগামী সপ্তাহে সিএনজি স্টেশনেরও উদ্বোধন করব।’

এরপরই বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়েননি ফিরহাদ। তিনি বলেছেন, ‘বিরোধীরা ভেবেছিল রাজ্য সরকার বাসের ভাড়া বাড়াবে। আর সেটাকে ইস্যু করে তারা পথে নামবে। ভাড়া না বাড়িয়ে কী করে পরিষেবা দেওয়া যায়, তা আমরা দেখিয়ে দিয়েছি। গত এক বছর ধরে আমরা এই পরিকল্পনা করেছি। সেটা কার্যকর করা সবে তো শুরু হয়েছে। আগামী দিনে কলকাতায় আর ডিজেল চালিত কোনও বাস থাকবে না। কোপেনহেগেনে জি-৪০ সম্মেলনে আমি বলে এসেছিলাম, আগামী ২০৩০ সালের মধ্যে কলকাতায় আর কোনও ফসিল ফুয়েল থাকবে না। পরিবেশ দূষণের ৬৬ শতাংশই এর জন্য হচ্ছে। ভাড়া না বাড়িয়ে এবার থেকে কলকাতায় শুধু ইলেকট্রিক বাসই চলবে।’ শুধু ইলেকট্রিক বাস চালু করাই নয়, বুধবার ই-ফেরি চালু করার কথাও ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই তার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই ই-ফেরি পরিষেবা।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.