বিমানযাত্রায় কটাক্ষের মুখে উরফি জাবেদ!
Connect with us

বিমানযাত্রায় কটাক্ষের মুখে উরফি জাবেদ!

বিমানে চলাচল করবার সময়, উর্ফি জাভেদ এর সহযাত্রীরা তার সাথে বিরক্তিকর ব্যবহার করেন
urfi javed

পুরোনাম :

ডাক নাম :

জন্ম তারিখ :

জাতীয়তা :

পেশা :

পেশা :

কর্মজীবন :

রাজনৈতিক দল :

দাম্পত্য সঙ্গী :

সন্তান :

শিক্ষা :

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: উর্ফি জাভেদ এই নামটা আমাদের মনে যেন গেথে গিয়েছে। উর্ফি জাভেদ এ নামটা শুনলে সবার প্রথমে আমাদের মাথায় আসে বিভিন্ন আজব ধরনের পোশাক পড়া একটি মেয়ে। যদিও এই আজগুবি পোশাকের জন্য তাকে অনেক নেটিজনদের কাছ থেকে ট্রল হতে হয়েছে এবং কটাক্ষের মুখে পড়তে হয়েছে। কিন্তু তাতে তার কিছু যায় আসে না। 

 

সম্প্রতি উর্ফি জাভেদকে নিয়ে আরো একটি ঝামেলা শুরু হয়েছে। উর্ফি জাভেদ মুম্বাই থেকে গোয়া যাচ্ছিলেন। গোয়াতে যাওয়ার সময় তাকে অনেকে ক্যামেরাবন্দিও করেছেন।উর্ফি জাভেদ এর নতুন হেয়ার কালার তার ভক্তদের অনেক পছন্দ হয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘটে এক বিপত্তি। বিমানে চলাচল করবার সময়, উর্ফি জাভেদ এর সহযাত্রীরা তার সাথে বিরক্তিকর ব্যবহার করেন। যা তিনি ইনস্টাগ্রামে ফটো ছেড়ে সবার সাথে ভাগ করে নেন। এবং বলেন যে, কিছু মধ্যক সহযাত্রীরা তার সাথে বিরক্তিকর অস্বাভাবিক আচরণ করছেন। তখন এক ব্যক্তি বলেন যে আমার বন্ধু মদ্যপ অবস্থায় আছে তাই এই হানো আচরণ করেছেন। তখন উর্ফি জাভেদ বলেন যে, “আমরা মানুষের জন্য কাজ করতে পারি, কিন্তু আমরা মানুষের সম্পত্তি নই”।

Advertisement

আরও পড়ুন-করনদিঘীতে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির, পুলিশের সাথে বচসা

উর্ফি জাভেদ আগাগোড়া থেকেই তার সাজগোজ আজব পোশাকের জন্যই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। প্রতিদিন কোন না কোন নতুন পোশাকে ধরা দেন তার ভক্তদের কাছে। তিনি সম্প্রতি একটি ইনস্টাগ্রামে স্টোরিতে ছবি দিয়ে বলেন যে, আমার ফেসের এখানে অবস্থা শুধুমাত্র সেই সব লোকেদের জন্য যাদের জন্য আমার মুখটা আজ জঘন্য লাগছে। চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, নিজের দিকে তাকাতে পারছি না। মেকআপ দিও যেন ঢাকতে পারছি না। যখনই আয়নার দিকে দেখি তখনই ওদের বলা কথাগুলো যেন নিজের কানে শুনতে পাই বারবার।

Advertisement

জীবন ও শিক্ষা :

অভিনীত চলচ্চিত্র :

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.