বিদেশের খবর
প্রেমে বারবার প্রত্যাখ্যান হওয়ার কারণে কৃত্রিমভাবে উচ্চতা বাড়ালেন এই যুবক
নিজের উচ্চতা বাড়ালেন আমেরিকার জর্জিয়া আর বাসিন্দা ড্যানযেল সিগার্স ( Denzel segurs)। সে প্রায় ৮১ হাজার ডলার খরচা করে কৃত্রিমভাবে অস্ত্রপ্রচার করেন লম্বা হওয়ার জন্য

বেঙ্গল এক্সপ্রেস: বারবার প্রেমের প্রত্যাখ্যানের শিকার হওয়ার কারণে নিজের উচ্চতা বাড়ালেন আমেরিকার জর্জিয়া আর বাসিন্দা ড্যানযেল সিগার্স ( Denzel segurs)। সে প্রায় ৮১ হাজার ডলার খরচা করে কৃত্রিমভাবে অস্ত্রপচার করেন লম্বা হওয়ার জন্য।
তার আগের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি এখন সেই উচ্চতা গিয়ে পৌঁছেছে ৬ ফুট। মানে তিনি ৭ ইঞ্চি লম্বা হয়েছেন এই কৃত্রিম ভাবে। এমনকি তিনি গণমাধ্যমে এও জানান যে, সে যখন আগে বেটে বা খাটো ছিল তখন তাকে সবাই নিয়ে ঠাট্টা তামাশা করতো এবং ঠিক করে পাত্তা দিত না। আর এইসবের কারণেই তিনি জেদ করে লম্বা হতে চেয়েছিলেন এবং তিনি হয়েছেন। ডেন্জেল আরো বলে যে এই নিচু উচ্চতার জন্য কোন মেয়ে তার প্রেমে পড়তে চাইতো না। কেউ তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইতো না বারবার তাকে রিজেকশনের শিকার হতে হয়েছে।
আর পরুনঃ-নিজের সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলবার পরিকল্পনা করছে ডুবাই
আরো অনেক কিছুর কারণে তিনি প্রায় নিজে ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল। আর এই সবই চলাকালীন তিনি ভাবেন যে তার এই লম্বা হওয়ার ভাবনা শুধুমাত্র তার শারীরিক উচ্চতা বাড়াবে তা নয় সাথে সাথে তার মানসিক দিক দিয়েও অনেক মজবুত হয়ে উঠবে। যেই ভাবা সেই কাজ তিনি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেন, যোগাযোগ করার পরে দুই দিনের মধ্যে তার পায়ে ছয়টি অস্ত্র পচার করা হয়। তার পায়ের হাড় গুলি ছোট ছোট করে কেটে সেগুলোর মধ্যে রড বসিয়ে অল্প অল্প করে উচ্চতা বাড়ানো হয়েছে। অস্ত্রোপচার শেষ হলো তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে এখনো এক বছর সময় লাগবে। আর এই অস্ত্র-পচার করে তিনি অনেকটাই স্যাটিস্ফাইড।