ভাইরাল খবর
বছরের পর বছর না ঘুমিয়ে কাটাচ্ছেন এই ব্যাক্তি! বিশদে জানতে পড়ুন বিস্তারিত
এমনকি ঘুমের ওষুধও খেয়েছেন তাছাড়া বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন কিন্তু কোন কিছুতে ফল পাননি তিনি। তিনি পৃথিবীর ফার্স্ট পারসন যিনি না ঘুমিয়ে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন

বেঙ্গল এক্সপ্রেস: আপনি একটানা না ঘুমিয়ে কতদিন থাকতে পারবেন? হয়তো এক থেকে দু দিন বা জোর করে হলে তিন থেকে চার দিন। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা না ঘুমিয়ে বিশ্বরেকর্ডার গড়ে তুলেছে। 11 দিন না ঘুমিয়ে এক ব্যক্তি বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে। কিন্তু বিশ্ব রেকর্ড কেউ পিছনে ফেলে দিয়েছে ভিয়েতনামের এক বাসিন্দা যার নাম থাই এঞ্জক।
থাই এঞ্জক এর বর্তমান বয়স ৮০ বছর। তিনি 1962 সালের পর থেকে একরাতের জন্যেও ঘুমোতে পারেননি। রাতে ঘুমোতে না পারলে সাধারণত আমরা সেই ঘুম দিনে পূরণ করে নিই, কিন্তু এই ব্যক্তি দিনেও ঘুমান না। তার পরিবারের স্ত্রী বউ ছেলে মেয়ে এবং পাড়া-প্রতিবেশীরা কখনো তাকে ঘুমোতে দেখেননি। এখন কথা হলো যে এতদিন না ঘুমিয়ে তিনি বেঁচে আছেন কি করে?
তার লাইফ স্টাইল আরও শকিং। তিনি একদিনে ৭২ টি সিগারেট পান করে থাকেন। আসলে ঘটনাটা হয়েছে যে, যখন থাই এঞ্জক এর বয়স আনুমানিক 19 বছর তখন তার এক বিরল ধরনের জ্বর হয়েছিল। ১০ থেকে ১৫ দিন পর সেই জ্বর সেরে গেল সাথে করে নিয়ে যায় তার ঘুম। তারপর থেকে তিনি আর ঘুমোতে পারেন না। শান্তিতে ঘুমোনোর জন্য তিনি অনেক চেষ্টা করেছেন।
এমনকি ঘুমের ওষুধও খেয়েছেন তাছাড়া বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন কিন্তু কোন কিছুতে ফল পাননি তিনি। তিনি পৃথিবীর ফার্স্ট পারসন যিনি না ঘুমিয়ে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন। কথা হল যে, নাই ঘুমান তাহলে করেন কি? আসলে তিনি দিনের বেলায় কৃষিকাজ করে থাকেন এবং রাত্রিবেলায় রাত দুটো থেকে তিনটে অব্দি রাইস ওয়াইন তৈরি করেন। তারপর তিনটে সাড়ে তিনটে বাজলে তিনি ফ্রেশ হয়ে বিছানায় ঘুমানোর চেষ্টা করল ঘুম না আসায় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে। আর এইসবের কারণে তার ঘুম পুরো হয় না। তিনি বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন।