ডিভোর্স হতে না হতেই চতুর্থ বারের মত বিয়ের পিরিতে বসছেন শ্রাবন্তী! নতুন হবু স্বামী নিয়ে কি বললেন শ্রাবন্তী
Connect with us

ভাইরাল খবর

ডিভোর্স হতে না হতেই চতুর্থ বারের মত বিয়ের পিরিতে বসছেন শ্রাবন্তী! নতুন হবু স্বামী নিয়ে কি বললেন শ্রাবন্তী

Dwip Narayan Chakraborty

Published

on

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেসসঃ টলি ইন্ডাস্ট্রি বহু অভিনেত্রীদের মধ্যে সবার আগে যে অভিনেত্রীর নাম মনে পড়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তিনি সবসময় কোন না কোন কারনে লাইম লাইটে রয়েছেন। কখনো বা হলিউড নায়কের সাথে শুটিং এর ছবি নিয়ে আবার কখনো নিজের বলা কথার কারণে।

কিন্তু তিনি তার নিজস্ব জীবন নিয়েই বেশি খবরের শীর্ষে থাকেন। শ্রাবন্তী চ্যাটার্জী এমন এক অভিনেত্রী যার নিজের কর্মজীবনের চেয়ে বেশি নিজস্ব জীবন নিয়ে আলোচনায় থাকেন। একাধিক ডিভোর্স ও অন্যান্য সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে বিশেষ করে আলোচনায় তিনি থাকেন। কিছুদিন আগেই আর তৃতীয় স্বামী অভিরূপ নাগ চৌধুরীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে টলিউডের এক পরিচালকের সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। সেই পরিচালকের নাম হল শুভ্রজিৎ মিত্র। শুভ্রজিৎ মিত্রের সাথে শ্রাবন্তির কফি ডেট এর ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।

 

Advertisement

আরও পড়ুন- বউ আনতে গিয়ে শাশুড়ি নিয়ে পালালো জামাই! স্ত্রী কে ফিরে পেতে থানার দ্বারস্থ, হবু শশুর মশাই

আসল বিষয়টি হয়েছে যে শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় একটি নতুন প্রজেক্ট দেবী চৌধুরানী নিয়ে কথা হচ্ছিল। সেখানে মূল ক্যারেক্টারে থাকবেন শ্রাবন্তী চ্যাটার্জী পরে জানা যায় যে ওই কফি ডেড ছিল নতুন প্রজেক্ট এর জন্য। তিনি আরো বলেন যে বাস্তবে তিনি এখন আর কাউকে মন দিচ্ছেন না। এইদিকে নেট দুনিয়ায় যে ওই কফি ডেটের ছবি এতটাই ভাইরাল হয়ে গিয়েছে সেই জন্য অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বেজাই রেগে গেছেন। তিনি এক সাক্ষাৎকারে জানান যে শুভ্রজিৎ মিত্র কে তিনি দাদা বলে ডাকেন আর ওই ছবিগুলো র কোন ডেটের ছবি নয় ওই ছবিগুলো একটি আপকামিং প্রজেক্ট এর।

তাকে নিয়ে যে তার ভক্তরা এমন গুজব ছড়াবে তা কখনোই তিনি মেনে নিতে পারছেন না। আরো শোনা গিয়েছে যে শ্রাবন্তী চ্যাটার্জির আপকামিং মুভি দেবী চৌধুরানী ছবিটা নাকি সারা ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পেতে চলেছে। সেখানে শ্রাবন্তির বিপরীতে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমাটি তৈরি হচ্ছে লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভ এর সাহায্যে নিয়ে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.