বাংলার খবর
বউ আনতে গিয়ে শাশুড়ি নিয়ে পালালো জামাই! স্ত্রী কে ফিরে পেতে থানার দ্বারস্থ, হবু শশুর মশাই

বেঙ্গল এক্সপ্রেসঃ বিয়ে করবেন বলে মেয়ে দেখতে গিয়েছেন যুবক ও যুবকের পরিবার। মেয়ে দেখা শোনার সময় মেয়ের পাশে বসে ছিলেন মেয়ের মা। আর তখনই ঘটলো সে ঘটনা মেয়েকে পছন্দ না করে মেয়ের মাকে পছন্দ হয়ে যায় যুবকের।
সেই দিনকার মতো কথাবার্তায় ওখানেই শেষ হয়ে গেলে ঐদিন রাতে মেয়ের মাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। মেয়ের মাও চুপিচুপি জামাইয়ের সঙ্গে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার করকচ পঞ্চায়েতে ইচাহার গ্রামে গত ২৫ শে মার্চ। তারপর বহুদিন ওই মহিলার খোঁজখবর করেন মহিলার স্বামী। কিন্তু কোথাও স্ত্রীকে না পেয়ে স্ত্রীর ছবি হাতে নিয়ে গাজোল থানায় উপস্থিত মেয়ের বাবা।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ও ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে নিখোঁজ গৃহবধুর স্বামীর অভিযোগ যে বাড়িতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে সেই মেয়েকে দেখতে এসেছিলেন এক সুযোগ্য পাত্র। মেয়ের বিয়ের কথা হয়ে গেলে, ছেলেপক্ষ বাড়ি চলে যায়। আর মেয়ের মা বাজারের কথা বলে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। কিন্তু বাজার থেকে বাড়িতে আর আসেননি, মেয়ের মা।
মেয়ের পরিবার ও গ্রামের লোকসহ ওই মহিলাকে খোঁজেন কিন্তু পান না কিছুদিন পর আসল ঘটনা জানা যায়। পরিবারের লোক ও গ্রামের লোকেরা জানতে পারে যে, যোগ্য পুত্রের সাথে যে মেয়ের বিয়ে ঠিক হওয়ার কথা, সেই সুযোগ্য পাত্রের সাথেই হবু শাশুড়ি পালিয়ে গিয়েছে পরিবারের সূত্র জানা গিয়েছে যে গৃহবধূদার্তের সন্তানকে রেখে মেয়ের হবু জামাইয়ের সাথে পলাতক।