দেশের খবর
ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় কাদের নাম রয়েছে পড়ে নিন এক ঝলকে
আজ তাদের নাম এবং কে কত টাকার মালিক সব কিছু নিয়ে আলোচনা করব

বেঙ্গল এক্সপ্রেস: ভারতের এমন ১০ জন ধনী মুখ্যমন্ত্রী রয়েছেন যাদের মোট সম্পত্তি কতখানি তা জানলে আপনি চমকে উঠবেন। আজ তাদের নাম এবং কে কত টাকার মালিক সব কিছু নিয়ে আলোচনা করব।
(১০) নাম্বার স্থানে রয়েছেন ভারতের দিনের মুখ্যমন্ত্রী (Chief minister) অরবিন্দ কাজরীওয়াল ( Arvind Kejriwal) যার মোট সম্পত্তি 3.5 কোটি টাকার মালিক।
(৯) স্থানে রয়েছেন, গুজরাট থেকে ভূপেন্দ্র ভাই প্যাটেল (Bhupendra Patel) যার মোট সম্পত্তি 8.4 কোটি টাকা।
(৮) নম্বরে রয়েছেন, মহারাষ্ট্র থেকে একনাথ সিন্দে (Eknath Shinde) যার net worth 11.5 কোটি টাকা।
(৭) এই স্থানে রয়েছেন, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব (Hemanta biswa)17.3 টাকার মালিক তিনি।
(৬) নাম্বারে রয়েছেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (chief minister) কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও (Kalvakuntla Chandrashekar Rao) যার মোট সম্পত্তি 23.5 কোটি টাকার উপরে।
(৫) স্থানে রয়েছে ভারতের এক অন্যতম স্টেট পডুচেরি এর মুখ্যমন্ত্রী এন রাঙ্গাস্বামী(N. Rangaswami) যার সর্বমোট সম্পত্তি 38.9 কোটি টাকা রয়েছে তার কাছে।
আরও পড়ুন-ইন্ডিয়ার ফার্স্ট ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জর কে জানেন? এবং তাকে কে ক্রিয়েট করেছে?
(৪) চতুর্থ স্থানে যার নাম উঠে এসেছে তিনি হলেন, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও( Neiphiu Rio) যার সম্পত্তি প্রায় 46.9 কোটি টাকা।
(৩) তৃতীয় স্থান অধিকার করেছেন, উড়িষ্যা থেকে নাবিন পাটনিক ( Naveen Patnaik) যার মোট সম্পত্তি রয়েছে 63.9 টাকা।
(২) দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু (Pema Khandu) যার net worth প্রায় 163.9 কোটি টাকার মালিক তিনি।
(১) প্রথম স্থানে রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি (YS Jagan Mohan Reddy) যার মোট সম্পত্তি জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন, জগনমোহন রেড্ডির মোট সম্পত্তি 510.6 কোটি টাকা।
তো ভিউয়ার্স আপনারা জেনে গেলেন ভারতের মুখ্যমন্ত্রীরা কে কত টাকা মালিক। এরাই এতদিনের সব থেকে রিচেস্ট চিফ মিনিস্টার।