বিদেশের খবর
ঘুরতে গিয়ে গাঁজার প্যাকেট নিয়ে ধরা খেলেন মডেল জিজি!
ই নিউইয়র্ক থেকে কিছু সামান্য পরিমাণের গাঁজা কিনেছিলেন মডেল জিজি, তারপর থেকেই শুরু হয় ঝামেলা

বেঙ্গল এক্সপ্রেস: গতকাল থেকে শোনা যাচ্ছে যে, মডেল জিজি হাদিতকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই জিজি হাদীদকে গ্রেফতার করার পেছনে যে কারণটি রয়েছে সেটি আজ আমরা জানবো। চলুন পড়ে নেওয়া যাক বিস্তারিত।
কিছু সংবাদমাধ্যমে খবর পাওয়া যায় যে, জি জি হাদিদ যখন কেমেন আইল্যান্ডের (CYMEN ISLAND) জন্য ট্রাভেল করছিলেন তখন তার কাছ থেকে গাঁজা নামক নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায়। যদিও পরে জিজি হাদীদের রিপ্রেজেন্টের জানান যে, মেডিকেল রিপোর্ট দেখানোর পরেই নিউইয়র্ক থেকে কিছু সামান্য পরিমাণের গাঁজা কিনেছিলেন মডেল। আর পরবর্তীতে যখন সেই কেনা গাঁজা নিয়ে তিনি যখন আইল্যান্ডে যান তখন সেখানকার দুজন পুলিশ অফিসার তাদের আটক করেন। যদিও সেই আইল্যান্ডে মেডিকেল প্রেসক্রিপশন দেখিয়েও গাঁজা কেনা যায়। কিন্তু এখানে আসল দোষটা হলো যে, আপনি অন্য কোন দেশ থেকে গাঁজা কিনে নিয়ে আসে কেমেন আইল্যান্ডে (CYMEN ISLAND) সেবন করতে পারবেন না। আর জিজি হাদিদ এর লাগেজে যেহেতু নিউইয়র্কের গাঁজা পাওয়া গেছে তাই তাদেরকে ইল্লিগ্যালি বলে আটক করেছেন।
আরও পড়ুন-আপনি কি জানেন কোন দেশের মানুষ শুধুমাত্র মাটির রুটি খেয়ে জীবন যাপন করে
এই আইল্যান্ডে জিজি হাদীদের সাথে আর বাকি যারা গিয়েছিলেন যাদের ব্যাগে গাঁজা পাওয়া গিয়েছে তাদেরকে এক হাজার ডলার করে জরিমানা দিতে হয়েছে। সবথেকে মজার বিষয় হল এই যে, এই ঘটনাটি গতকাল ভাইরাল হলেও ঘটনাটি ঘটেছে দেড় সপ্তাহ আগে। যদি ও চার্চ হওয়ার পর পরই ছেড়ে দেওয়া হয় জিজিকে। কিন্তু গতকাল এই ঘটনাটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে জিজি হাদিদ একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা গিয়েছে যে, সে বেশ কয়েকটা সমুদ্রের বীচ্ টাইম এর ছবি শেয়ার করেছেন এবং লেখেন যার শেষ ভালো তার সব ভালো। এতে তিনি এই বুঝাতে চাচ্ছেন যে, এই ঘটনা নিয়ে তাকে বেশি কোন চাপ খেতে হয়নি।