বাংলার খবর
বাঙালি না হয়েও বাংলায় করছে রাজত্ব

বেঙ্গল এক্সপ্রেসঃ“সিরিয়াল” এই কথাটি কানে গেলে সবার প্রথম আমাদের মাথায় আসে স্টার জলসা ও zee বাংলা।
তারপর, আমরা যা ভাবি সেটা হল নায়ক, নায়িকা দেরকে নিয়ে। সন্ধ্যা হতে না হতেই আমাদের বাড়ির সব মহিলারা অর্থাৎ ঠাকমা,মা,কাকিমা,বোন আরও অনেকে। কখনও কখনও তো বাড়ির ছেলেরাও চা খেতে খেতে দেখেন স্টার জলসা ও zee বাংলার বিভিন্ন সিরিয়াল।
তবে অনেকেই জানেন না যে, তাদের পছন্দের তারকারা প্রোপার বাঙালি নন।এমন কি তারা ঠিক করে বাংলা ভাষার অপর তেমন ভালো জোর ও নেই। তারপরেও তারা বাংলার পর্দায় দাপিয়ে বেড়াচ্ছে। চলুন যেনে নেওয়া যাক কোন কোন অভিনেতা ও অভিনেত্রী রা নন বাঙালি এবং তাদের আসল নাম কি?
আরও পড়ুন- খাবার পেতে গেলে জমা করতে হবে, মোবাইল ফোন। এক নতুন নিয়ম তৈরি করলেন গৃহবধূ
আমাদের সকলের পছন্দের সিরিয়াল গ্রামের রানী বীণাপাণীর নায়িকা বীণাপাণী রায় চৌধুরীর আসল নাম অ্যানমেরি টম।
আনমেরি টম ব্যারাকপুর এর মেয়ে হল সে কিন্তু অর্ধেক মালয়ালি ও অর্ধেক বাঙালি। অ্যানমেরি টম সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতকোত্তর লাভ করেছেন।
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কি করে বলবো তোমায় এর অভিনেতা কর্ণ সেনের আসল নাম হল ক্রূশল আহুজা।
ক্রূশল আহুজা আহুজার জন্ম উত্তরপ্রদেশের ফাইজাবাদে। তবে ছোটবেলা থেকেই তিনি কলকাতায় থাকেন। জি বাংলার আরেকটি জনপ্রিয় সিরিয়াল মিঠাই, মিঠাইয়ের অন্যতম অভিনেতা উদয় প্রতাপ সিং তিনিও কিন্তু নন বেঙ্গলি।
এরকম আরো অনেকে রয়েছে যেমন ঋষি কৌশিক তিনি কিন্তু আসামের ছেলে। নেহা আমান্দিপ সেও নন বেঙ্গলি।
নেহা আমানদ্বীপ তিনি পাঞ্জাব থেকে বিলং করেন। স্বেতা মিশ্র তিনি নিজেকে বাঙালি বলে দাবি করলেও সে তার মা কিন্তু রাজস্থানের এবং বাবা উত্তরপ্রদেশে।নন বাঙালি হওয়ার পরও বাংলার পর্দায় যেন দাপিয়ে বেড়াচ্ছে এই অভিনেতা অভিনেত্রীরা।