ভাইরাল খবর
খাবার পেতে গেলে জমা করতে হবে, মোবাইল ফোন। এক নতুন নিয়ম তৈরি করলেন গৃহবধূ

বেঙ্গল এক্সপ্রেসঃ মোবাইল ফোন, মোবাইল আমাদের জীবনে এমন একটা পার্ট হয়ে উঠেছে যে, আমরা মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকতে পারিনা। ছোট থেকে বড় সবাই স্মার্ট ভার্চুয়াল দুনিয়ায় এতটাই ঢুকে গিয়েছে যে এর কারণে অনেকে প্রাণ পর্যন্ত হারাচ্ছেন। এই মোবাইল ফোনের কারণেই হারিয়ে যাচ্ছে বন্ধুরা, হারাচ্ছে সম্পর্ক। মোবাইল ফোন ছাড়া আমরা যেন এক মুহূর্তের জন্য শ্বাস নিতে পারি না।
এই স্মার্ট দুনিয়ায় সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে, আপনি জানলে অবাক হবেন। ওই ভিডিওতে দেখা গিয়েছে যে, এক পরিবারের গৃহিণী তিনি মোবাইল জমা নিচ্ছেন ও পরবর্তীতে প্লেটে করে খাবার দিচ্ছেন। কাউকে বাদ দেননি তিনি তার এই রুল সবার জন্য বরাদ্দ ছিল। হোক না সে স্বামী কিংবা সন্তানেরা। মোবাইল ফোন ট্যাবলেট এবং ল্যাপটপ জমা দেবার পরে খাবার পাচ্ছেন তারা।
আরও পড়ুন- পিরিয়ড থেকে হার্ট অ্যাটাক বাড়ছে মহিলাদের জীবনের ঝুঁকি, কি বলছেন বিশেষজ্ঞরা
সারাদিনের বিভিন্ন কাজকর্ম করার পর পরিবারের সকলে যখন ডাইনিং টেবিলে খেতে বসেন সেখানেও যেন স্বস্তি নেই। ফোন নিয়ে খুট খুট করেই চলেছেন। আমাদের প্রায় সব পরিবারের সঙ্গেই এমনটা হয়ে থাকে। তবে ওই মহিলা পরিবারের কথা ভেবেই এই নিয়মটি চালু করেছেন। যাতে তার পরিবারের সদস্যরা ভার্চুয়াল দুনিয়া থেকে বেরিয়ে বাস্তব জীবনে আসে। পরিবারের সাথে সময় কাটাক মন ভরে গল্প করতে করতে খাবার খান।