ডুবাইয়ের এই রানী শপিং করেন আপনি জানেন? পড়ুন বিস্তারিত
Connect with us

ডুবাইয়ের এই রানী শপিং করেন আপনি জানেন? পড়ুন বিস্তারিত

আপনাকে যদি বলা হয় একদিনে 70 লাখ টাকা শপিং করতে, পারবেন করতে?
সৌদিয়া

পুরোনাম :

ডাক নাম :

জন্ম তারিখ :

জাতীয়তা :

পেশা :

পেশা :

কর্মজীবন :

রাজনৈতিক দল :

দাম্পত্য সঙ্গী :

সন্তান :

শিক্ষা :

Rate this post

 বেঙ্গল এক্সপ্রেসঃ আচ্ছা,আপনি একদিনে কত টাকার শপিং করতে পারবেন? একদিনে আপনি যত টাকার শপিং করবেন, প্রতিদিন আপনাকে ওই একই টাকা দেওয়া হবে সুধু মাত্র শপিং করার জন্য তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি বলা হয় একদিনে 70 লাখ টাকা শপিং করতে, পারবেন করতে? স্বাভাবিক আপনার আমার মত সাধারন মানুষ 70 লাখ টাকা একদিনে সপিং এর পিছনে খরচ করতে কখনোই পারবে না।

কিন্তু দুবাইয়ের এমন এক দম্পত্তির গল্প শোনাবো যাদের মধ্যে স্ত্রী প্রতিদিন শপিং করে 70 লাখ টাকার উপরে এবং তাদের লাইফ স্টাইল শুনলে আপনি চমকে যাবেন। দুবাই এর কাপল সৌদিয়া এবং তোর হাজবেন্ড জামাল। এই কাপল ডুবাইয়ে বাস করলেও তারা সৌদি আরবের।  দুবাই আসলে তাদের ব্যবসার জায়গা ছিল। ডুবাই আশলে জামাল পড়াশোনা করতে এসেছিল আর সেখানেই সৌদিয়ার সঙ্গে মন দেওয়া নেওয়া হয় এবং বিয়েও করেছেন তারা। তারা তাদের জীবনে কন ধরনের স্বাদ-আল্লাদ অপূর্ণ রাখতে চান না তারা। তারা কঠিন এক লাক্সুরিয়াস লাইফ স্টাইল মেইন্টেইন করে । 

সৌদিয়া কে ডাকা হয় দুবাইয়ের মিলিওনারি হাউস ওয়াইফ হিসেবে। সৌদিয়া এর প্রিয় শখ হচ্ছে শপিং করা এবং তার হাসবেন্ড এর টাকা খরচ করা।  তিনি দিনে 70 লাখ টাকার শপিং করে। ওয়ার্ল্ডের ফেমাস লাক্সারি ব্যাংক থেকে পোশাক, জুয়েলারি, ডিজাইনার ব্যাগ এসব কিনে থাকেন । সৌদি আরবে দামি ড্রেস এবং ব্যাগের মূল্য ৩৬০০ থেকে ৭২০০০ ইউরো পর্যন্ত প্রায় 4 লাখ টাকা 75 লাখ টাকা পর্যন্ত শুধু এই সবে কিন্তু শেষ নয় প্রতি মাসে তারা একবার করে ঘুরতে চান তাদের পছন্দের জায়গা মালদ্বীপ বিয়ের পর তারা এতবার মালদ্বীপে গিয়েছেন যে মালদ্বীপে প্রতিটি রাস্তা তাদের কাছে নিজেদের এলাকার মতো পরিচিত লন্ডন জাপান করে থাকেন তারা এবং প্রত্যেকটা ট্রিপে শপিং করেন প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা।

Advertisement

আর পরেন-প্রেমিকাদের ধোকা দিতে দিতে নিঃস্ব হয়ে গিয়েছেন এই ভারতীয় অ্যাক্টর

এছারাও কন গাড়ি এক মাসের বেশি ব্যবহার করেন না তারা।  তাই জামাল প্রতিমাসে সৌদিয়া কে একটা করে গাড়ি কিনে দেয়।  এবং সৌদিইয়ার  নিজেয় পার্লার এর খরচ শুনলে মাথা ঘুরে লার, এক একটা ফেসিয়াল 5 লাখ টাকার উপরে। আর  সৌদিয়া রান্না করতে একদমই পছন্দ করেন না, তাই বাইরে থেকে খাবার কিনে খায় খাবারের পিছনে প্রতিদিন তাদের ব্যয় হয় কয়েক হাজার টাকা।  24 ক্যারেট গোল্ড এর ড্রিঙ্ক করে থাকেন সৌদিয়া।  তার এই বিলাস বহল জীবনের খরচ মেটান তার নিজেই স্বামি। সোশ্যাল মিডিয়াতে এত বেশি পরিচিত যে তার ইন্সতাগ্রাম ফলয়ারস লাখের ওপরে। 

Advertisement

জীবন ও শিক্ষা :

অভিনীত চলচ্চিত্র :

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.