বিদেশের খবর
আমেরিকার সুপার মডেল, ইরানের প্রিন্সেস হবার পর কেন তার খোঁজ পাওয়া যায়নি?

বেঙ্গল এক্সপ্রেস: আমেরিকার সুপার মডেল কেন্ড্রা স্পিয়ার্স নাম বলে হয়তো আপনারা কেউ চিনবেন না তবে প্রিন্সেস সালবা আগা খান বললে, অনেকেই চিনবেন। কে এই কেন্ড্রা স্পিয়ার্স বা সালভা আগা খান। এখন তার কি অবস্থা কেন তিনি আর লায়ন লাইটে নেই সব বিষয় নিয়ে করবো আলোচনা।
কেন্ড্রা স্পিয়ার্স ছিলেন একজন খুবই সাধারণ মেয়ে। ২০১৯ সালে মডেলিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে খ্যাতির শীর্ষে উঠে যান। বিভিন্ন ব্র্যান্ডে সাইন করেন এবং মডেলিংও করতে থাকেন। এইসব চলাকালী ন তিনি এক ইরানের যুবরাজের প্রেমে পড়েন। যদিও সেই যুবরাজ কেন্ড্রা স্পিয়ার্স থেকে ১৭ বছরের বড়। মডেল কেন্ড্রার বয়স নিয়ে কোন মাথা ব্যথা ছিল না। প্রিন্স রহিম আগা খান এর সাথে পরিচয় হওয়ার পর তারা দুজনে মিলে ডেট করে। এবং পরবর্তীতে একটি ছোট্ট পার্সোনাল সেরেমনি র মাধ্যমে ২০১৩ সালে বিয়ে করেন। যেহেতু রহিম আগা খান মুসলমান ফ্যামিলি থেকে বিলং করেন সেই কারণে মডেল কেন্ড্রা স্পিয়ার্স কে মুসলিম ধর্ম গ্রহণ করতে হয় এবং সেখানেই তিনি তার নাম বদলে সালভা আগা খান রাখেন।
আরও পড়ুন-পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাজা, জানেন কি তার ইতিহাস ?
বিয়ে হওয়ার পর সালভা বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে রহিম আগা খানের সাথে যেতেন এবং তিনি মডেলিং ও করতেন। বিয়ে হয়ে যাওয়ার পর মডেলিং এর এক বছরের মধ্যে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আর সেই কারণে তিনি মডেলিং থেকে সরে আসেন। প্রথম সন্তান হওয়ার পর তিনি দু বছর পর দ্বিতীয় বারের মত মা হন। এবং তাদের সাংসারিক জীবন সব দিক থেকেই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল। সেই কারণে তাদেরকে রয়াল পাওয়ার কপল হিসেবেও খ্যাত করা হয়েছিল। সবকিছুর সঠিকভাবে যাওয়ার পরেও ২০২২ সালে তাদের জীবনের নেমে আসো অন্ধকার। তারা দুজন দুজনকে ডিভোর্স দিয়ে দেয়।
কিন্তু কি কারণে ঠিক ডিভোর্সটা হয়েছিল তা আদৌ জানা যায়নি। কানা খোসাতে সোনা গিয়েছে যে, তাদের ভিন্ন ধর্ম এর জন্য দেওয়ার হয়ে গেছে। কিন্তু আসল ঘটনা কি তা এখন অব্দি জানা যায়নি। ডিভোর্স হয়ে যাওয়ার পর সালভা আগা খানের আর কোন হুদিস পাওয়া যায়নি। না তাকে কোন অনুষ্ঠানে দেখা গিয়েছে না তাকে কোন ছবিতে দেখা গিয়েছে। তিনি যেন একেবারে কর্পূরের মত উবে গিয়েছেন।
আর একটা মজার বিষয় হল যে, রহিম আগা খান এর ফ্যামিলি যতজনকে বিয়ে করেছেন সব মহিলাই কোন না কোন সেলিব্রেটি, মডেল কিংবা অভিনেত্রী। রহিম আগা খান এর ভাইও বিয়ে করেছিলেন আমেরিকার সুপার মডেল ক্রিস্টিনও কে। রহিম আগা খান এর ফ্যামিলিতে যতজন পুরুষ রয়েছেন সবাই কোন না কোন সেলিব্রিটি ও এক্ট্রেসকেই বিয়ে করেছেন।কিন্তু আরেকটি বিষয় হলো যে, তাদের বউ কেউই আর তাদের সাথে নেই সবারই ডিভোর্স হয়ে গিয়েছে।