বাংলার খবর
নতুন শুরু করতে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষ্ণ ব্রজ
টলি পাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী আলোচনার শীর্ষে সব সময় রয়েছেন। কখনো বা নতুন সিনেমার জন্য আবার কখনো নিজের বৈবাহিক জীবন নিয়ে। জানা গেছে শ্রাবন্তী চ্যাটার্জী তিনটি বিয়ে করেছিলেন

বেঙ্গল এক্সপ্রেস: টলি পাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী আলোচনার শীর্ষে সব সময় রয়েছেন। কখনো বা নতুন সিনেমার জন্য আবার কখনো নিজের বৈবাহিক জীবন নিয়ে। জানা গেছে শ্রাবন্তী চ্যাটার্জী তিনটি বিয়ে করেছিলেন। আবার তিনটি ভেঙে গিয়েছে। তৃতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে।
আর এরই মধ্যে দ্বিতীয় স্বামী আলোচনার শীর্ষে চলে এসেছে। তার প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হবার পর দ্বিতীয় স্বামী কৃষ্ণ ব্রজের সাথে মুম্বাইয়ের এক এডভারটাইজমেন্ট এর শুটিংয়ে পরিচয় হয়েছিল, আর সেখান থেকে তাদের দুজনের আলাপ শুরু হয় এবং ধীরে ধীরে তারা দুজন কাছে আসতে থাকে অবশেষে তারা বিয়ে করেন।
কিন্তু ভাগ্যের কি পরিহাস আভিনেত্র শ্রাবন্তীর এই দ্বিতীয় বিয়েও টিকে থাকতে পারেনি। আপনাদের সাংসারিক জীবন এক বছর চলতে না চলতেই ডিভোর্স হয়ে যায়। ইতিমধ্যে জানা গিয়েছে যে কৃষ্ণ ব্রজের দ্বিতীয় বিয়ে হচ্ছে।
আরও পড়ুনমিথ্যে প্রেমের গান -এর লিরিক্স গেয়েছেন ঈশান মিত্র
কৃষ্ণ ব্রজে এই হবু স্ত্রীও বাঙালি তিনি বালিগঞ্জের মেয়ে আর্শিয়া সিনহা। জানা গেছে আর্শিয়া সিনহা একজন মডেল। ইজিমধ্যে তারা দুজনে কলকাতায় এসে এংগেজমেন্টও সেরে নিয়েছেন। দুই পরিবারের সম্মত নিয়েই শনিবার বাগদান সারেন তারা। প্রথমে অনুষ্ঠানে আংটিবদল ও তারপর কেক কাটেন কৃষ্ণ ব্রজ ও তার হবু স্ত্রী আর্শিয়া সিনহা। এনগেজমেন্ট সেরেমনিতে কৃষ্ণ ব্রজ বলেন হবু স্ত্রী অর্থাৎ আরশিয়া সিনহা তার জীবনের একজন সেরা মানুষ। কৃষ্ণ ব্রজ আরো বলেন যে আর্শিয়া সিনহার আনুগত্য দেখে মুগ্ধ হয়েছেন তিনি। আরো বলেন যে আগামী ডিসেম্বর মাসে তারা বিয়ে করবে বলে ঠিক করেছেন।