বিদেশের খবর
আবারো বিবাহ বিচ্ছেদ পরীমনি ও শরিফুল রাজের মধ্যে সন্তান রাজ্যের কি হবে এবার

বেঙ্গল এক্সপ্রেস: গত বছর পঞ্চম বারের মতো বিবাহ পিরিতে বসেছিলেন বাংলাদেশের নায়িকা পরীমনি। পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গে বিয়ে হওয়ার পর টুকিটাকি অশান্তি লেগেই রয়েছিল তাদের সংসারে। তবুও এসবের মধ্যে তাদের খুশির আলো এনে দিয়েছিল তাদের পুত্র সন্তান রাজ্য।
তবুও সেই সুখ কায়েম থাকেনি। কিছুদিন যেতে না যেতে শরিফুল রাজের বিরুদ্ধে আসে এক জঘন্য অভিযোগ। এবং শরিফুল রাজের বিরুদ্ধে অভিযোগ করেছে তার স্ত্রী পরীমনি। স্বামী শরিফুল রাজনীতি অভিনেত্রীকে শারীরিক নির্যাতন করতেন পুত্রের কথা ভেবে নায়িকা সবটা মেনে নিলেও কোন সমস্যা সমাধান হয়নি।
আরও পড়ুন-সি ফুডে এলার্জি মহেন্দ্র সিং ধোনির তার পরেও তাকে দেওয়া হয়েছে সামুদ্রিক খাবার
গত ২৯শে মে অভিনেতা শরিফুল রাজের নিজস্ব ফোন থেকে অভিনেত্রি তানজিন তিশা এবং নাজিফা তুশি ও সুনেরাহ বিনোত কামালের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়। আর এই ঘটনা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে কিন্তু শরিফুল রাজ মুখ খুলতে নারাজ তিনি বলেন যে আমি এসব কিছুই জানি না। যেইসব নায়িকাদের ভিডিও ভাইরাল হয়েছে তারাও বলেছেন যে রাজ এর কোন দোষ নেই সব দোষ এবং সবকিছুর দায়ী রাজের স্ত্রী পরীমনির।
আর এইসব কথা শুনে পরীমনি বললেন আমি রাজের বউ এটি আর শুনতে চাই না আমি ওর প্রাক্তন এটা শুনতে আমার আরাম লাগবে। আর এই কথা শুনেই বোঝা যাচ্ছে যে তাদের সম্পর্ক ভাঙতে চলেছে। তাদের দুজনের ব্যক্তিগত জীবনের জন্য পরীমনি ও শরিফুল রাজের পুত্র রাজ্য একটি সুখের জীবন পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাবে।