দেশের খবর
অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কে আসার আগে আদিত্য রায় কাপুরের কতগুলো গার্লফ্রেন্ড ছিল! আপনি কি জানেন?
আপনি কি জানেন আদিত্য রয় কাপুর অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কের জড়ানোর আগে বহু নায়িকার সঙ্গে এবং অন্যান্য মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিলেন

বেঙ্গল এক্সপ্রেস: অনন্যার সঙ্গে আদিত্য রয় কাপুরের সম্পর্ক এখন net পারা এবং বলিউড পাড়ায় তো চরম তোলপাড় করে তুলেছে। কিন্তু আপনি কি জানেন আদিত্য রয় কাপড় অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কের জড়ানোর আগে বহু নায়িকার সঙ্গে এবং অন্যান্য মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিলেন। তিনি ইন্ডাস্ট্রিতে আটজন নায়িকার সঙ্গে প্রেমের রয়েছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। আজ তাদেরই নাম জানাবো আপনাদের।
বলিউডের হ্যান্ডসাম বয়েসের মধ্যে অন্যতম হলো আদিত্য রয় কাপুর। আদিত্যকে বলিউডের ডি টেম্পল বয় এবং হ্যান্ডসাম হাংক বলেও ডাকা হয়। যদিও এখন তিনি অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্ক রয়েছেন কিন্তু এর আগে হেমা মালিনীর মেয়ে অহনা দেয়ালের সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল আমাদের এই বলিউডের ডিম্পল বয়ের। সোনা গিয়েছে যে, সঞ্জয় লীলা বানসালির “গুজারিস” ছবি এর সেটে দেখা হয়েছিল দুজনের। যেখানে নায়ক হিসেবে আদিত্য রায় কাপর থাকলো অহনা ছিল সাপোর্টিং ডিরেক্টর হিসেবে।
অহনার পরে সুশান্ত সিং রাজপুত এর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বেশ দীর্ঘ সময়ের জন্য। একইসঙ্গে দুজনে ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলো ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল বলে জানা যায়।
এমনকি সেলিব্রেটি মেকআপ আর্টিস্ট মারিয়ানা মওকুচিয়ানার সঙ্গেও নাম জড়িয়েছে হ্যান্ডসাম আদিত্য রায় কাপুরের। মেকআপ আর্টিস্ট মারিয়ানার বাড়ি বান্দ্রা তে বেশ অনেকবারই আদিত্য রায় কাপুরকে মারিয়ানার বাড়িতে বের হতে এবং ঢুকতে দেখা গিয়েছে।
তবে বাকি সম্পর্ক গুলোর মধ্যে সবথেকে চর্চিত এবং সুন্দর সম্পর্ক ছিল শ্রদ্ধা কাপুরের সঙ্গে। দুই অভিনেতা এবং অভিনেত্রী একই সঙ্গে নিজেদের জীবনের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। আশিকি টু মুভিতেই নাকি তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কে তারা বেশ সিরিয়াসই ছিলেন। শ্রদ্ধা কাপুর বাবা মায়ের আদিত্যকে বেশ পছন্দ ছিল। কিন্তু কোন এক অজানা কারণে তাদের সম্পর্কটি স্থগিত হয়ে যায় সেখানে এবং দুজন অন্য রাস্তায় চলে যান।
আরও পড়ুন- লিসা ছাড়তে চলেছে ব্ল্যাক পিঙ্ক ব্যান্ড! কিন্তু কেন?
শ্রদ্ধা কাপুরের পরে ভিকি কৌশলের বউ ক্যাটরিনা কাইফের সঙ্গেও নাম জড়িয়েছে এই আদিত্য রায় কাপুরের। তাদের একই সঙ্গে মুভি ফিতরের সময় অনেক গুঞ্জন উঠেছিল কিন্তু আদিত্য রয় কাপুর গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।
এরপরে নায়িকা নিধি আগারওয়ালের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গিয়েছে যদিও তারা একসঙ্গে কখনো সিনেমা করেননি কিন্তু একই সঙ্গে জিন সেশন থেকে এবং ক্যাফে অনেকবার বেরোতে এবং ঢুকতে দেখা গিয়েছে। সোনাক্ষী সিনহা এবং সুপার মডেল দিব্যা ধাওয়ানের সঙ্গেও তিনি নাম জড়িয়ে ছিলেন।