বাংলার খবর
জিরো শ্যাডো-ডে: কায়া আছে, ছায়া নেই!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবারের দুপুরে সবাই যখন জামাই অ্যাপায়নে ব্যস্ত তখন কলকাতার আকাশে দেখা যাবে অদ্ভুত এক মহাজাগতিক দৃশ্য।
আজ রবিবার ‘জিরো শ্যাডো-ডে’। রবিবার সকাল ১১.৩৪ মিনিট নাগাদ কয়েক মুহুর্তের জন্য উধাও হবে যাবে ছায়া। থাকবে কায়া। তবে পড়বে না ছায়া। ছায়াশূন্য তৈরি হবে কলকাতায়। কয়েক মুহুর্তের জন্য কোথাও পড়বে না কোনও ছায়া। সূর্যের কৌণিক অবস্থানের জন্যই এমন বিরল দৃশ্য দেখা যাবে বলে দাবি জ্যোতির্বিজ্ঞানীদের। এমন ঘটনা ফের ঘটবে ৭ জুলাই। সকাল ১১.৪১ মিনিট নাগাদ।
আরও পড়ুন: মাত্র ৭৫০ টাকায় বিদেশ ভ্রমণ!
‘জিরো শ্যাডো ডে’ কী?
ছায়া শূন্য দিবস( zero shadow day) হল এমন একটি দিন, যাতে সূর্যের রোদে দুপুরে কোনও বস্তুর ছায়া পড়ে না। এই সময়ে সূর্য ঠিক শীর্ষ অবস্থানে থাকে। অর্থাত্ মাথার একেবারে উপরে চলে আসবে সূর্য।
সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময়ে কর্কটক্রান্তি রেখার দক্ষিণে এমনটা ঘটে। সূর্যের কৌণিক অবস্থানের কারণে ছায়া বস্তুর একেবারে নিচে চলে যায়। ফলে সেটা সেভাবে দেখা যায় না। এই সময়টাকে বলা হয় ‘জিরো শ্যাডো মোমেন্ট’ অর্থাৎ ছায়া শূন্য মুহূর্ত।
আরও পড়ুন: ট্রাকের আকৃতিকেও হার মানায় এই ‘মাছ’!
+২৩.৫ এবং -২৩.৫ ডিগ্রি অক্ষাংশের (যথাক্রমে কর্কট ও মকরক্রান্তি রেখার মধ্যে) অবস্থানের জন্য বছরে দু’বার ছায়া শূন্য দিবস হয়। পৃথিবীর বিভিন্ন স্থানের হিসাবে তারিখ পরিবর্তিত হয়।