বাংলার খবর
তুলে নেওয়া হোক তাঁর নামে সমস্ত FIR, হাইকোর্টের দ্বারস্থ রোদ্দুর রায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ‘বিতর্কিত’ ইউটিউবার রোদ্দুর রায়। কলকাতার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক অভিযোগ খারিজের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
জানা গিয়েছে, গত ২৭ জুন জামিন পেয়ে জেল থেকে মুক্ত হন ইউটিউবার রোদ্দুর রায় । তাঁর বিরুদ্ধে সম্প্রতি জাতীয় পতাকা অবমাননার সহ একাধিক অভিযোগ ওঠে। গত ৭ জুন, গোয়া থেকে গ্রেফতার হন ইউটিউবার রোদ্দুর রায়। সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক TMC নেতা। এই অভিযোগ দায়ের করে ওই নেতা বলেন, “সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। আর সেই কারণেই পুলিশে অভিযোগ দায়ের করেছি। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে”।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক প্রশাসনিক কর্তার নামে কটূক্তি করার অভিযোগ ওঠে রোদ্দুর রায়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না রোদ্দুর রায়
গত মাসে বলিউডের বিখ্যাত গায়ক কেকে-এর মৃত্যুর পরও একইভাবে রাজ্যের নেতা-মন্ত্রী প্রশাসনিক কর্তাদের সোশ্যাল মিডিয়ায় লাইভ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। তারপরই তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তৃণমূলের এক যুব নেতা। এই অভিযোগের ভিত্তিতে গত ৭ জুন গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসে কলকাতা পুলিশ।
উল্লেখ্য, রোদ্দুর রায়ের বিরুদ্ধে মানহানি, অশালীন এবং বিদ্বেষমূলক মন্তব্য করা, অপরাধমূলক ষড়যন্ত্র, ঘৃণা প্রদর্শন সহ এক অভিযোগ এনে ১৫৩, ১৫৩ (এ), ১২০ (বি), ৪১৭, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯,৫০১, ৫০৪, ৫০৫, ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়।
আরও পড়ুন: অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন রোদ্দুর রায়, জেল থেকে বেরিয়ে তিনি কী বললেন?
তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রেট থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতে যদিও আগেই জামিন পেয়েছিলেন তিনি। গত ৯ জুন ইউটিউবার রোদ্দুর রায়কে আদালতে তোলা হলে তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ময়ূখ মুখোপাধ্যায়।