সংসদের খবর প্রকাশ করা যাবে না বাইরে, ইউটিউব চ্যানেলের উপর ফতোয়া জারি মস্কোর
Connect with us

আন্তর্জাতিক

সংসদের খবর প্রকাশ করা যাবে না বাইরে, ইউটিউব চ্যানেলের উপর ফতোয়া জারি মস্কোর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেড়মাস ধরে অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ। দুই দেশের এই রাজনৈতিক টানাপোড়েনে বিপর্যস্ত সাধারণ মানুষ। আন্তর্জাতিক মহলে ব্যাপক চাপের মুখে রাশিয়া। তবুও মাথা নত করতে নারাজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে একদিকে যেমন ব্যাপক কুপ্রভাব পড়ছে জনমানসে, তেমনই রুশ সরকারের উপরও বিদ্বেষ তৈরি হচ্ছে রাশিয়ান জনগণের। তবে শুধু রাশিয়ানরা নয়, লাগাতার এই যুদ্ধের তীব্র নিন্দায় সোচ্চার হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলও। আর এই কারণে সরকার বিরোধি কোনও আলোচনা বা কার্যকলাপ রাশিয়ার বাইরের লোকজন যাতে জানতে না পারে এমনকি সরকার বিরোধি কোনও তথ্য যাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়তে পারে তার জন্য এবার আরও বড় সিদ্ধান্ত নিল রুশ সরকার।

জানা গিয়েছে, রাশিয়ার পার্লামেন্টের ভিতরে কি নিয়ে আলোচনা চলছে, সরকারের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে কেউ মুখ খুলছেন কি না তা যাতে বাইরে সম্প্রচারিত না হতে পারে তার জন্য এবার YouTube-এর উপর নিষেধাজ্ঞা জারি করল Russia সরকার। কারণ, রুশ পার্লামেন্টে নিম্নকক্ষের খবর সম্প্রচার করে সেদেশের জাতীয় চ্যানেল ‘Duma TV’। ওই চ্যানেল কর্তৃপক্ষের ইউটিউব চ্যানেলের উপর এবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার ইউটিউবে একটি বার্তা দিয়ে বলা হয় যে, ডুমা চ্যানেলটি “ইউটিউবের পরিষেবার শর্তাবলী লঙ্ঘনের জন্য বন্ধ করা হয়েছে।”

Advertisement

আরও পড়ুন: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ছুঁয়েছে আকাশ, পুতিনের দেশেও অসহায় অবস্থা সাধারণ নাগরিকদের

ইউটিউব, Alphabet Inc এর (GOOGL.O) মালিকানাধীন, রাশিয়ান যোগাযোগ নিয়ন্ত্রক Roskomnadzor এর চাপের মধ্যে ছিল এবং কর্মকর্তারা দ্রুত প্রতিক্রিয়া জানায়। টেলিগ্রাম মেসেজিং সার্ভিসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, “এটির চেহারা থেকে, ইউটিউব তার নিজস্ব ওয়ারেন্টে স্বাক্ষর করেছে। সামগ্রী সংরক্ষণ করুন, রাশিয়ান প্ল্যাটফর্মে (এটি) স্থানান্তর করুন। এবং তাড়াতাড়ি করুন।”

আরও পড়ুন: সংখ্যার খেলায় অদ্ভুত মিল, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন!

Advertisement

উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin) যখন ইউক্রেন দখল নিতে একের পর এক সেনাবাহিনী পাঠাচ্ছে তখন তাঁর নিজের দেশে ব্যবসাপাতি প্রায় তলানিতে ঠেকেছে। আন্তর্জাতিক বাজার থেকে জিনিসের আমদানি কমায় দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম রাশিয়ায় বর্তমানে আকাশ ছুঁয়েছে। ইতিমধ্যে পশ্চিমী দুনিয়ার বিভিন্ন দেশের তরফে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া হয়েছে। যুদ্ধ নিয়ে সারা বিশ্বের কাছে যাতে ভুল বার্তা না যায় তা রুখতে পুতিন প্রশাসনের তরফে ইতিমধ্যে সেদেশের বেশকিছু সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.