বাংলার খবর
মদের বোতল নিয়ে মাঝ গঙ্গায় রিল ভিডিয়োর শ্যুট, তলিয়ে গেল যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মদের বোতল হাতে নিয়ে গঙ্গায় রিল ভিডিয়ো তৈরি করতে নেমে তলিয়ে গেল যুবক! ‘ডরনে কি কেয়া বাত হ্যায় উপরবালা আপনে সাথ হ্যায়’। কুমার শানুর গাওয়া হিন্দি গান সহ একাধিক গানের রিল ভিডিও তৈরি করছিল চার বন্ধু গঙ্গায় নেমে। তবে উপরবালা অবশ্য সাথ দেয়নি মদ্যপ ওই বন্ধুদের। একজন কখন তলিয়ে গেল জলে তা বুঝে উঠতে পারেনি অন্য বন্ধুরা।
মদ্যপ অবস্থায় নৌকাবিহার করে স্নান করতে নেমে চুঁচুড়ায় গঙ্গায় নিখোঁজ হয় ঐ যুবক। নিখোঁজের যুবকের নাম রাকেশ রজক(২৫)। হুগলি জেলখানা সংলগ্ন গঙ্গার ঘাটে বৃহস্পতিবার দুপুরে পরে বন্ধুদের সঙ্গে আসে রাকেশ। হুগলি চুঁচুড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের চকবাজার পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা রাকেশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরের পরে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিল সে।
আরও পড়ুন: অর্থনীতির বেহাল দশা, ভারতের উপকূলবর্তী শহরগুলিতে বাড়ছে শ্রীলঙ্কান শরণার্থীর সংখ্যা
এরপর গঙ্গার ঘাটে এসে নৌকাবিহার করতে শুরু করেন তাঁরা সব বন্ধুরা। জানা গিয়েছে নৌকাতে বসেই মদ্যপান করছিলো সকলে। পরে মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে নামে ওই যুবক। হঠাৎ গঙ্গায় তলিয়ে যায় সে। তাঁর জামা প্যান্ট গঙ্গার পাড়ে পরে থাকে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: লজেন্স খেয়ে যোগী রাজ্যে মৃত ৪ শিশু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
এরপর তাঁর বন্ধুরাই ঐ যুবকের পরিবারকে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে খবর দেয়। এরপর পরিবারের লোকজন ঘাটে এসে কাউকে খুঁজে না পেয়ে চুঁচুড়া থানার পুলিশকে খবর দেয়। এরপরই পুলিশ বিপর্যয় মোকাবিলার দলকে কাজে লাগায়। স্পিডবোর্ড দিয়ে চলে উদ্ধারকার্য। জানা গিয়েছে, সন্ধ্যা নেমে যাওয়ায় ওই এলাকায় গঙ্গার উপর দুটি ব্রিজ থাকায় উদ্ধারকার্য চালাতে অসুবিধা হয় বিপর্যয় মোকাবিলা দলকে। এদিন সকালে আবার খোঁজ শুরু করা হয়। ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার বিধায়ক। কিন্তু এখনও পর্যন্ত রাকেশের খোঁজ মেলেনি। এদিকে এই ঘটনায় ঐ তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।।