প্রেমে প্রতারিত, অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক
Connect with us

বাংলার খবর

প্রেমে প্রতারিত, অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রেমে প্রস্তাবে সাড়া না দেওয়ায়  অভিমানে গলয়ায় দড়ি দিয়ে আত্মঘাতী  যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার সাহাপুর গ্রামে। মৃত যুবকের নাম বাপ্পা আকুড়ে  (২৫) । তাঁর বাড়ি বর্ধমান জেলার আউসগ্রামে । পুলিশ সূত্রে জানা গিয়েছে , সোনামুখী থানার সাহাপুর গ্রামে খুরততো ভাইয়ের বাড়িতে এক বিবাহিত মহিলাকে নিয়ে আসেন মৃত ওই যুবক। অভিযোগ পরে মেয়ের বাপের বাড়ির লোক এসে মহিলাকে নিয়ে গেলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই যুবক ।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।

আরও পড়ুন: চার বছর হয়ে গিয়েছে এখনও ছাত্র মৃত্যুর ঘটনার সুবিচার পাইনি ইসলামপুর দাড়িভিট গ্রাম, CBI তদন্তের আশায় ওঁরা

Advertisement

আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারে ধৃত এক রানীনগরে। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগরের হারুডাঙ্গা এলাকায় শনিবার রাতে তল্লাশি চালায় রানীনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে এক ব্যাক্তির বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি মাস্কেট, একটি ওয়ান শাটার পাইপ গান, দুটি পৃথক আগ্নেয়াস্ত্রের চার রাউন্ড গুলি। ঐ ঘটনায় গ্রেফতার করা হয় এক ব্যাক্তিকে।

আরও পড়ুন: ‘দুয়ারে অশান্তি আমাকে বলুন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব’:মমতা বন্দ্যোপাধ্যায়

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম প্রতাপ মন্ডল। তার বাড়ি রাণীনগরের হারুডাঙ্গা এলাকাতেই। রবিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ আদালতে তোলা হয়। পাশাপাশি শনিবার রাতেই গোপন সূত্রে খবর পেয়ে রানীনগরের নাজরানা এলাকার মাঠে কলাবাগান থেকে একটি সন্দেহভাজন ব্যাগ থেকে ১০ টি তাজা সকেট বোমা উদ্ধার করে রানীনগর থানার পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে কারণে ওই বোমাগুলো পুলিশ ঘিরে পাহারায় রাখা হয়। খবর দেওয়া হয় বোম ডিষ্পোজাল টিমকে। তবে মাঠের মধ্যে বোমাগুলে কে বা কারা রেখেছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।

Advertisement