বাংলার খবর
ধরনায় বসে হবু শ্বশুরের মন জিতলেন প্রেমিক, অবশেষে বিয়ে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রেমিকা লক্ষ্মীকে বিয়ের দাবিতে ধরনায় বসেন প্রেমিক সঞ্জিত রায়। ধূপগুড়ি শহরের এই ঘটনা ঘিরে শুরু হয় চাঞ্চল্য। তবে শেষমেশ লক্ষ্মী লাভ হল তাঁর। হবু শ্বশুরের মন জয় করে মঙ্গলবার রাতেই সারলেন বিয়ে। ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বসানো হল তাঁদের বিয়ের আসর।
উল্লেখ্য, ৬ বছর ধরে লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক পেশায় সবজি বিক্রেতা সঞ্জিতের। তাঁর আয় কম হওয়ায় লক্ষ্মীর পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি৷ বহুবার দু’তরফে আলোচনাও হয় এনিয়ে। এদিকে লক্ষ্মীর বিয়ে অন্যত্র ঠিক করায় সোমবার প্রেমের প্রমাণ হিসাবে লক্ষ্মীর সঙ্গে নিজের চারটে ফটো নিয়ে ধরনায় বসেন সঞ্জিত। এমনকি মাঝে বেশ কয়েকবার বৃষ্টিও আসে৷ কিন্তু, নিজের প্রতিজ্ঞা থেকে সরেননি৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের বাসিন্দা, সঞ্জিতের গ্রামের পঞ্চায়েত সদস্য এবং পুরসভার কাউন্সিলর উপস্থিত হন লক্ষ্মীর বাড়ির সামনে। অবশেষে বরফ গলে। স্থির হয় রাতেই সঞ্জিত আর লক্ষ্মীর চার হাত এক করে দেওয়া হবে। তড়িঘড়ি শুরু হয় বিয়ের আয়োজন।
আরও পড়ুন: দূরপাল্লার বাস থেকে উদ্ধার অবৈধ সেগুন কাঠ! মাথায় হাত পুলিশের
সঞ্জিত বলেন, ‘আমার ভালোবাসার মর্যাদা দেওয়ায় আমি খুব খুশি। তবে আগেই বিষয়টি মেনে নিলে ধরনায় বসতে হত না। দুই পরিবার যাতে ভালো থাকে, সেটাই এখন আমাদের দু’জনের আসল কাজ।’ অন্যদিকে লক্ষ্মী জানিয়েছেন, ‘এমনটাই চেয়েছিলাম। কিন্তু এমনভাবে হোক, সেটা চাইনি। হয়তো বাবা-মায়ের মনে আঘাত দিয়ে ফেললাম, সেটা ভেবেই কষ্ট লাগছে।’