বাংলার খবর
বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে ঘরে ফিরল যুবকের নিথর দেহ, মর্মান্তিক ঘটনা তারকেশ্বরে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দোলের দিন শুক্রবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল যুবক। ঘটনায় বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ মৃত যুবকের পরিবারের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার চাঁদুর এলাকার।
পুলিশ জানিয়েছেন, মৃত যুবকের নাম শঙ্খ দাস(২২)। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার সকালে নিজেদেরই মাঠে জমির কাজ থেকে ফিরে বন্ধুদের সঙ্গে সকাল ১০টা নাগাদ আড্ডা দিতে বের হচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এদিকে
দুপুরের দিকে পরিবারের তরফে তাঁকে বার বার ফোনে যোগাযোগ করা হয় বাড়ি ফিরে আসার জন্য। কিন্তু দুপুর তিনটে নাগাদ দুজন বন্ধু বাইকে করে এসে বাড়ির সামনেই শঙ্খর দেহ ফেলে দিয়ে চলে যায় বলে পরিবারের অভিযোগ।
এদিকে বাড়ির সামনে শঙ্খর দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃত ওই যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: হোলি খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, ঝাড়গ্রামে অস্বাভাবিক মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে তারকেশ্বর থানায় অভিযোগ জানানো হয়েছে। শুধু তাই নয়, কয়েক জন বন্ধুকেও চিহ্নিত করতে পেরেছেন মৃতের পরিবারের সদস্যরা পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এদিকে সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক বলে দাবি জানিয়েছেন মৃত যুবকের পরিবার। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছেন তারকেশ্বর থানার পুলিশ।
অন্যদিকে, বাঁকুড়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পত্তিগত বিবাদের জেরেই খুন হয়েছে ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোরাতে।
জানা গিয়েছে, গত ১৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন বাঁকুড়ার বড়জোড়া থানার শুশুনিয়া গ্রামের বাসিন্দা শরৎ ঘোষ।জানা গিয়েছে, তিনি পেশায় একজন বেসরকারি কারখানার কর্মী ছিলেন। তার বাড়ির লোকজনের কথা অনুযায়ী, খোঁজাখুঁজি শুরু করে বড়জোড়া থানার পুলিশ। অবশেষে ফোনের টাওয়ার লোকেশন ধরে বড়জোড়ার একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ওই যুবকের নাম শরৎ ঘোষ (৩২)।
আরও পড়ুন: ভিড়ের সুযোগে মন্দিরে চুরির ছক, চোর সন্দেহে গণধোলাই ৮ যুবককে
এদিকেএই ঘটনায় সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ আপাতত দু-জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়াও মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।