টুইটার (Twitter) কেন কিনলেন ইলন মাস্ক জানলে অবাক হবেন!
Connect with us

আন্তর্জাতিক

টুইটার (Twitter) কেন কিনলেন ইলন মাস্ক জানলে অবাক হবেন!

Rate this post

ডিজিটাল ডেস্ক : ২৬ এপ্রিল দিনটি প্রযুক্তির ইতিহাসে এক অবস্বরনীয় দিন, পৃথিবীর সবচেয়ে বেশি ব্যাবহৃত সামাজিক মাধ্যম গুলির মধ্যে একটি যা টুইটার (Twitter) নামে খ্যাত, সেই টুইটার কে নিজেস্ব সম্পত্তিতে সামিল করলো ইলন মাস্ক (Elon Mask)। এই টুইটার ২১ মার্চ ২০০৬ সালে আমেরিকার সানফ্রানসিসকো তে শুরু হয়েছিলো । দীর্ঘদিন থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশে সাধারণ মানুষের সবচেয়ে কাছের একটি এপ্লিকেশন হয়েছিলো যা ২০১০ সালের পর থেকে এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যা, প্রযুক্তির ইতিহাসে শীর্ষে আসে। অন্যদিকে ফেসবুক ২০০৪ সাল থেকে বাজারে আসলেও মার্ক জাকারবার্গ তাতে ভিন্ন স্বাদ দিতে বহুবার এপ্লিকেশনে পরিবর্তন এনেছে।  তবে এই টুইটার (Twitter) তেমন কোন পরিবর্তন আনেনি, সামান্য কিছু ব্যাবহারিক নীতির পরিবর্তন ছাড়া গ্রাহক কে ধরে রেখেছে দীর্ঘদিন যাবত । 

এবার নিজেস্ব সম্পত্তির তালিকায় টুইটার (Twitter) কে যোগ করেছেন বিশ্বের সবচেয়ে ধনী ৫০ বছর বয়সী আমেরিকার স্বাধীন উদ্যোক্তা ইলন মাস্ক (Elon Mask) । বিগত কয়েক মাস থেকেই টুইটার কে ঘিরে নানা রকম কথা উঠে আসছিলো, এবার সব জল্পনা কে উরিয়ে দিয়ে সম্পত্তির তালিকায় টেসলার পাশে এলো টুইটার । ইলন মাস্ক, শুরুতে পেপাল নামক এক সহজ অর্থ আদান প্রাদানকারী ওয়েবসাইট খুলেছিলেন, সেই থেকে আজকের টুইটার কেনার মানুষটা রীতিমত নজর কারছে নেটিজেনদের । 

কেন এই টুইটার (Twitter) কিনলেন ইলন এই নিয়েও রয়েছে একাধিক নিদান, তবে টুইটার (Twitter) কেনা বিশেষ কিছু জানায়নি ইলন মাস্ক – শুধু বলেছেন ” যুগের পরিবর্তন আসছে, কিছু আরো নতুন হোক”। টুইটারের সিও পরাগ আগাওয়াল (Parag Agarwal) একজন ভারতীয় । পরাগ জানিয়েছেন, টুইটার করোনার জন্য বিশেষভাবে আয় করতে পারছিলো না ফলে, নতুন পরিবর্তন আনা সম্ভব হচ্ছিলো না, তবুও সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছিলো, তবে এবার নয়া মালিকের হাত ধরে, টুইটার সেরা করবে বলে আশাবাদী ।

Advertisement

টুইটার (Twitter) কেনা কে কেন্দ্র করে অনেকেই বলছেন, শখের বসে ইলন টুইটার কিনেছে , কথাটা ফেলে দেবার নয়, কারন এই ইলন বাবু মাঝে মাঝে এমন কান্ড করেন তা মানুষ কে থ করে দেয়, সম্প্রতি দোজ কয়েন নামে এক ক্রিপ্টোকারেন্সি কিনে রীতিমত অবাক করে দিয়েছিলো নেটদুনিয়ায়, সে কথা কমবেশি অনেকেরই জানা। আবার অনেকেই বলেছেন, ফেসবুকের পর টুইটারই হল সর্ববৃহৎ সামাজিক মাধ্যম, তাই এই টুইটার হাতে থাকলে, ইলনের (Elon Mask) অন্যসব ব্যাবসার সামগ্রী খুব সহজেই মানুষের কাছে তুলে ধরতে পারবেন । জেনে রাখা ভালো, ইন্টারেস্ট বেস বিজ্ঞাপন মানে যে ব্যাক্তি যা পছন্দ করেন বা যে ব্যাক্তি কিছু কেনার ইচ্ছে করছেন তার সকল তথ্য সংগ্রহের তালিকা প্রস্তুতে টুইটার (Twitter) ডেটা সায়েন্স ফেসবুক ও গুগলকে পেরিয়ে ১ নম্বরে রয়েছে। আর এই তথ্যের জন্যই ইলন মাস্ক টুইটার (Twitter) কিনেছেন বলে ধারনা বিজ্ঞান মহলের । পুরনো কিছু তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, আগামীতে টেসলা ফোন নিয়ে আসছেন ইলন মাস্ক, আর এই মোবাইল ইন্টারনেট এবং ফিচারে আপেল সংস্থাকে পিছনে রাখবে বলে জানা যায়। তবে এখন শুধু অপেক্ষার প্রহর। টেক জায়েন্ট তালিকায় যে এই ভাবে ইলন মাস্ক (Elon Mask) যে পদার্পণ করবে তা হয়তো আঁচ করতে পারে অনেকেই ।