দেশের খবর
প্যারাসিটামল-সহ ১৬ ওষুধ কিনতে আর প্রেসক্রিপশনের প্রয়োজন পরবে না

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবহাওয়ার খামখেয়ালিপনায় জ্বর, সর্দি-কাশি, গা ম্যাজম্যাজ ভাব আমাদের হামেশাই লেগে থাকে। তার থেকে রেহাই পেতে আমরা প্যারাসিটামল খেয়ে থাকি। আবার পেটের সমস্যা হলেও আমরা অনেক ওষুধ খাই। কিন্তু চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে মিলত না সেই ওষুধ। আমজনতার কথা চিন্তা করেই এবার ১৯৪৫ সালে তৈরি ড্রাগ আইনের সংশোধন করতে চলেছে কেন্দ্র। এবার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই প্যারাসিটামল সহ ষোলটি ওষুধ পাওয়া যাবে বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
প্যারাসিটামল সহ ১৬টি ওষুধকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ফলে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে এই ষোলটি ওষুধ কিনতে পারবেন দেশবাসী।প্যারাসিটামলের মতো কিছু ওষুধ ছাড়াও এই ১৬টি ওষুধের মধ্যে রয়েছে পোভিডোন আয়োডিন, একটি অ্যান্টিসেপটিক, জীবাণুনাশক এজেন্ট, ক্লোরোহেক্সিডিন মাউথওয়াশ, ক্লোট্রিমাজোল ও একটি অ্যান্টিফাংগাস ক্রিম। এছাড়াও রয়েছে, কাশির জন্য ডেক্সট্রোমেথরফান হাইড্রোব্রোমাইড লজেঞ্জ, বেদনানাশক মলম হিসেবে ডিক্লোফেনাক, বেনজয়েল পারক্সাইড, ব্রণর জন্য একটি অ্যান্টিব্যাকটোরিয়াল ডিফেনহাইড্রামাইন ক্যাপসুল, একটি অ্যান্টিহিস্টামিনিক এবং অ্যান্টিঅ্যালার্জি ড্রাগ।
এই আইনের সংশোধনী আগামী এক মাসের মধ্যেই গেজেট আকারে প্রকাশিত হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। খুচরো ওষুধ বিক্রেতাদের এই ওষুধ বিক্রি করতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে ওই ষোলটি ওষুধের ব্যবহারের ক্ষেত্রে শর্তও দিয়েছে কেন্দ্র। ওই ১৬ ধরনের ওষুধ ৫ থেকে ৬ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। তার পরেও যদি রোগ না সারে তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ম চালু হলে ওষুধ ব্যবসায়ীদের বিনা প্রেসক্রিপশনে গ্রাহককে ওষুধ বিক্রি করতে আর কোনও সমস্যা থাকবে না।