পোষ্ট অফিসের মাত্র ৯৫ টাকার এই স্কিমে হয়ে যাবেন লাখপতি
Connect with us

দেশের খবর

পোষ্ট অফিসের মাত্র ৯৫ টাকার এই স্কিমে হয়ে যাবেন লাখপতি

আমাদের রোজগারের টাকা সবসময়ই সঞ্চয় করতে চাই আর এমন কেউ নেই যে চায় না। আর যদি জীবন বীমা এর সাথে পাওয়া যায়, ভালো হারে রিটার্ন, তাহলে এটা একটা সুবর্ণ আশীর্বাদ ছাড়া অন্য কিছু নয়।

Dwip Narayan Chakraborty

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস ডেস্ক –  আমাদের রোজগারের টাকা সবসময়ই সঞ্চয় করতে চাই আর এমন কেউ নেই যে চায় না। আর যদি জীবন বীমা এর সাথে পাওয়া যায়, ভালো হারে রিটার্ন, তাহলে এটা একটা সুবর্ণ আশীর্বাদ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আজকাল সাধারন মানুষেরা আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অন্যান্য সংস্থার উপর খুব একটা আস্থা রাখে না। কারণ একটাই, সব চিটফান্ডই কেলেঙ্কারির ঘটনা এখন পরিষ্কার। কিন্তু এবার সেই ঝুঁকি ছাড়াই, ভারতীয় ডাক বিভাগ একটি আকর্ষণীয় স্কিম নিয়ে এসেছে, যেখানে আপনি দৈনিক 95 টাকা বিনিয়োগ করে লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন। কিভাবে? দেখা যাক

আসলে কি এই স্কিম ? ভারতীয় ডাকবিভাগের অত্যন্ত আকর্ষণীয় এই স্কিমটি হচ্ছে সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বীমা (Gram Sumangal Rural Postal Life Insurance)। জেনে রাখা ভালো ১৯৬৫ সালে গ্রামের সাধারন মানুষদের জন্যই এই বীমা স্কিমটি সরকারের তরফে প্রকাশ করা হয়। এই স্কিমের ভিতর থাকে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স-এর মতো দুটি সহজ বীমা কভারেজ রয়েছে।

এই স্কিমে কারা কারা আবেদনযোগ্য?

Advertisement

আমাদের ভারতের যেকোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামের সাধারন মানুষরা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। তবে মাথায় রাখতে হবে আবেদনকারীর বয়স ১৯ বছর থেকে শুরু করে ৪৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

কতদিনের স্কিম এটি?

বলে রাখি, এই স্কিমটি দীর্ঘমেয়াদি মানে টাকা রিটার্ন পেতে সময় লাগবে। একজন বিনিয়োগকারী হিসেবে আপনি এই স্কিমে ১৫ বছর থেকে ২০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। তবে মনে রাখবেন ২০ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারী হিসেবে আপনার বয়স অবশ্যই ৪০ বছরের চেয়ে কম হতে হবে। অন্যদিকে আপনার বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে হলে আপনি ১৫ বছরের জন্যই বিনিয়োগ করতে পারবেন।

Advertisement

এই স্কিমে  কিভাবে টাকা জমা দেবেন?

এই স্কিমে মোট তিন’ভাবে টাকা বিনিয়োগ করতে পারবেন আপনি। এমনকি শুধু তাই নয় এক্ষেত্রে ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক প্রিমিয়াম দেওয়ারও সুযোগ রয়েছে। শুধু তাই নয় ৬, ৯ এবং ১২ তম বছরে ২০% করে মোট ৬০% টাকা মানিব্যাক হিসেবেও পেয়ে যাবেন আপনি। আর বাকি টাকা আপনি পাবেন পলিসির মেয়াদ ফুরোলে।

কিভাবে রিটার্ন পাবেন ?

ধরুন আপনি যদি কুড়ি বছরের জন্য মাসিক মাত্র ২৮৫০ টাকা করে জমান, তাহলে পলিসির মেয়াদ শেষে আপনি পেতে পারেন গড়ে ১৪ লক্ষ টাকারও বেশি।  এই প্রকল্পে আপনার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ দাঁড়াবে ৩৭৭৩৫ টাকা। যা হিসেব করলে প্রতিদিন ৯৫ টাকার সমান। কিন্তু, খুশির খবর এই টাকা সঞ্চয় করলেই আপনি পলিসির মেয়াদ শেষে পেয়ে যেতে পারেন ১৪ লক্ষ টাকা। এছাড়া মানিব্যাক গ্যারান্টি তো থাকছেই ।

Advertisement

আরোও পড়ুন – সাবধান! আপনার সানগ্লাসই হতে পারে ‘আইলিড’ ক্যান্সারের কারন ?

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.