লাইফ স্টাইল
জানেন কি ! নাভিতে তেল দিলে কী উপকার হয় ?
আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নাভি। এই নাভিতেই সমস্ত দেহের যোগাযোগ স্থল বলেন চিকিৎসকরা, আজকের প্রতিবেদনে জানবো এই নাভিতে তেল দিলে কি কি উপকার হয়।

ডিজিটাল ডেস্ক : আমাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নাভি। এই নাভিতেই সমস্ত দেহের যোগাযোগ স্থল বলেন চিকিৎসকরা, আজকের প্রতিবেদনে জানবো এই নাভিতে তেল দিলে কি কি উপকার হয়।
শরীরকে ইনফেকশন মুক্ত রাখতে
শরীরকে ইনফেকশন মুক্ত রাখতে রোজ নাভিতে তেল দিন। শরীরে ইনফেকশন কম হয়। আর শরীরে এই ধরণের ইনফেকশন খুব বেশী হতে থাকলে, জাস্ট নাভিতে মাখুন দু ফোঁটা টি ট্রি অয়েল। যেকোনো রকম ইনফেকশন থেকে আপনি থাকবেন মুক্ত। এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। টি ট্রি ওয়েল না পেলে ব্যবহার করতে পারেন সরষের তেল।
আরোও পড়ুন – এক কেজি মাছের দাম চল্লিশ হাজার টাকা, আঙ্গুল ফুলে কলা গাছ জেলের
পিরিয়ডে পেট ব্যথা ?
পিরিয়ডের সময় বেশীরভাগ মেয়েরই পেট ব্যথা হয়। এই পেট ব্যথা কমাতে কিনে রাখুন পিপারমেন্ট বা আদার এসেন্সিয়াল অয়েল। নারকেল তেল বা অলিভ তেলের সাথে মিশিয়ে লাগান। কিছুক্ষণ পর কমে যাবে। একটু ম্যাসাজ করুন, ব্যথা কমে যাবে। শুধু ব্যথা কমাবে না। পিরিয়ডের যাবতীয় সমস্যা ঠিক করবে।
আরোও পড়ুন – গাড়িতে সিটবেল্ট না পরার শাস্তি পেলেন দেশের খোদ প্রধানমন্ত্রী
উজ্জ্বল ত্বকের জন্য
ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে চান তাহলে নাভিতে দিন বাদাম তেল। বাদাম তেল এমনিতেই স্কিন উজ্জ্বল করে। নাভিতে বাদাম তেল ম্যাসাজ করলে, বেশী দিন না, কয়েকদিনের মধ্যেই তফাৎ বুঝতে পারবেন। স্কিন হয়ে উঠবে উজ্জ্বল।
ব্রণের একমাত্র সমাধান
মুখে ব্রণ, র্যাশের সমস্যায় খুব ভুগছেন? তাহলে কাজে লাগান নিম তেলকে। নাভিতে ম্যাসাজ করুন কয়েক ফোঁটা নিম তেল। ব্যাস, একমাসের মধ্যেই ব্রণর সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ এটা একেবারে সমস্যার গোড়া থেকে সমস্যা নির্মূল করে। শুধু ব্রণ নয়, হোয়াইট হেডস থাকলে সেটাও কমে যাবে। এটা স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে, তার ফলে এই জাতীয় যেকোনো সমস্যাকে সহজেই সারিয়ে তোলে। কিন্তু মুখে কখনই সরাসরি দেবেন না, নিমতেল নাভিতে দিন।
আরোও পড়ুন – হটাৎ আকাশে দেখা দিলো UFO শোরগোল পরেছে ইন্টারনেটে