ভাইরাল খবর
সেভিং করে আসা যাবে না অফিসে, তালিবানের নয়া ফরমানে নাজেহাল অবস্থা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তালিবান আছে সেই তালিবানিতেই। ক্ষমতায় আসার আগে আফগান জনগণের জন্য একাধিক আশ্বাস দেওয়া হলেও ক্ষমতা কায়েম হতেই নিজেদের অতীত প্রতিশ্রুতি ভুলতে বসেছে তালিবান সরকার।
২০২১ সালের শেষদিকে দীর্ঘ প্রায় দু’দশক পর আফগানিস্তানে ফিরেছে তালিবান শাসন। আর তারপর থেকেই ফের অন্ধকার আর কুসংস্কারচছন্নতায় ডুবতে বসেছে কাবুলিওয়ালার দেশ। গত তিনদিন আগেই মহিলাদের জন্য নতুন ফতোয়া জারি করেছিল আফগানিস্তানের তালিবান শাসক। তার এক সপ্তাহ না ঘুরতেই ফের নতুন করে ফতোয়া জারি করল তালিবান সরকার। তবে এই ফতোয়া মেয়েদের জন্য নয়।
জানা গিয়েছে, আফগানিস্তান শাসকদের নতুন ফরমান অনুযায়ী এবার থেকে অফিসে বা কর্মস্থলে কোনও পুরুষ মানুষ সেভিং করে বা দাড়ি কামিয়ে প্রবেশ করতে পারবেন না। অফিসে কাজের ক্ষেত্রে প্রত্যেক পুরুষ কর্মচারীর মুখভর্তি দাড়ি থাকা আবশ্যক বলে জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয় এবার থেকে কর্মস্থলে তাঁরা কেমন পোষাক পরবেন তাও ঠিক করে দিয়েছে তালিবান শাসক গোষ্ঠী। এবার থেকে অফিসে কাজে আসলে সংশ্লিষ্ট কর্মচারীকে কোনওরকম পশ্চিমী পোষাক নয়, তাঁদের পরতে হবে লম্বা টপ এবং ট্রাউজার।
এদিকে দেশে তালিবানি শাসন কায়েমের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবের সঙ্গে মিলছে না কোনওটাই। এর আগে নারীশিক্ষা বা আধুনিকতার কথা বললেও দেশ দখলের পর ৯০ ডিগ্রি ঘুরে গিয়েছে তালিবান। যারফলে দীর্ঘ দু দশক ফের আফগানিস্তানবাসীর জীবনে নেমে এসেছে অন্ধকারের কালো ছায়া।